শেষ হতে চলেছে জুলাই মাস, হাতে মাত্র আর পাঁচ দিন বাকি। আসতে চলেছে অগাস্ট মাস। মূলত অগাস্ট মাস থেকেই দেশজুড়ে উৎসবের মরশুম শুরু হয়ে যায়। এছাড়াও দেশের স্বাধীনতা দিবস 15 অগাস্ট। চলতি বছরের অগাস্ট মাসের মোট 13 দিন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি (Bank)। রবিবার সহ দ্বিতীয় ও চতুর্থ শনিবার থেকে শুরু করে বিভিন্ন পূজা পার্বণ সবই রয়েছে এই ছুটির তালিকায়।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই ব্যাঙ্ক (Bank) ছুটির তালিকা আপলোড করা হয়েছে। অগাস্ট মাসে ব্যাঙ্কের কোনও কাজ করার পরিকল্পনা থাকলে তার আগে দেখে নিন ছুটির তালিকা। তবে রাজ্য ভেদে ছুটি পরিবর্তিত হতে পারে। এবার দেখে নেওয়া যাক অগাস্ট মাসের কোন কোন দিন ব্যাঙ্ক (Bank) বন্ধ থাকছে।
3 অগাস্ট আগরতলায় কের পূজা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 4 অগাস্ট রবিবার সরকারি ছুটি। 8 অগাস্ট টেন্ডং লো রাম ফাট উপলক্ষে গ্যাংটকের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। 10 অগাস্ট দ্বিতীয় শনিবার হওয়ায় দেশের প্রত্যেকটি ব্যাঙ্ক বন্ধ থাকবে। 11 অগাস্ট রবিবার। 13 অগাস্ট দেশপ্রেম দিবস উপলক্ষে ইম্ফলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। 15 অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 18 অগাস্ট রবিবার।
19 অগাস্ট রাখি বন্ধন উৎসব উপলক্ষে দেশ জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 20 অগাস্ট শ্রী নারায়ণ গুরু জয়ন্তী উপলক্ষে কেরালায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। 24 অগাস্ট চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকবে। 25 অগাস্ট রবিবার। 26 অগাস্ট শ্রী কৃষ্ণ জন্মবার্ষিকী বা জন্মাষ্টমী উপলক্ষে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
Article By – আস্তিক ঘোষ






