Fixed deposit (FD) স্কিমের উপর দারুণ সুদের হার বৃদ্ধি করল Bank Of India। ব্যাঙ্ক এখন 7 দিন থেকে 10 বছরের ফিক্সড ডিপোজিট (এফডি) -এর জন্য 3.00 শতাংশ থেকে 7.95 শতাংশ সুদের হার অফার করছে। ব্যাঙ্ক এখন 666 দিনের মেয়াদে, গ্রহকদের সব থেকে বেশি 7.95 শতাংশ সুদের হার অফার করছে।

ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের (এফডি) -এর উপর 7 দিন থেকে 45 দিনের মেয়াদে 3.00 শতাংশ সুদের হার অফার করছে।
46 দিন থেকে 179 দিনের ফিক্সড ডিপোজিট (এফডি) -এর উপর 4.50 শতাংশ সুদের হার অফার করছে।
180 দিন থেকে 269 দিনের ফিক্সড ডিপোজিট (এফডি) -এর উপর 5.50 শতাংশ সুদের হার অফার করছে।

270 দিন থেকে 1 বছরের ফিক্সড ডিপোজিট (এফডি) -এর উপর 5.75 শতাংশ সুদের হার অফার করছে।
1 বছর থেকে 2 বছরের ফিক্সড ডিপোজিট (এফডি) -এর উপর 6.80 শতাংশ সুদের হার অফার করছে।
2 বছরের ফিক্সড ডিপোজিট (এফডি) -এর উপর 6.80 শতাংশ সুদের হার অফার করছে।
2 বছর থেকে 3 বছরের ফিক্সড ডিপোজিট (এফডি) -এর উপর 6.75 শতাংশ সুদের হার অফার করছে।
3 বছর থেকে 5 বছরের ফিক্সড ডিপোজিট (এফডি) -এর উপর 6.50 শতাংশ সুদের হার অফার করছে।
5 বছর থেকে 8 বছরের ফিক্সড ডিপোজিট (এফডি) -এর উপর 6.00 শতাংশ সুদের হার অফার করছে।
8 বছর থেকে 10 বছরের ফিক্সড ডিপোজিট (এফডি) -এর উপর 6.00 শতাংশ সুদের হার অফার করছে।
সরকারি প্রকল্পের কোর্স
Article By – আস্তিক ঘোষ



