জেপি মরগানের বৈশ্বিক বন্ড সূচকে ভারতীয় বন্ড অন্তর্ভুক্তির ঘোষণার পর থেকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ (Foreign Exchange Reserves)- এর বৃহত্তম উপাদান বৈদেশিক মুদ্রা সম্পদ (Foreign Currency assets) বা FCA- এর বৃদ্ধি দেখা গেছে। জানা যাচ্ছে বৈদেশিক মুদ্রা সম্পদের পরিমান বর্তমানে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫.৬৩ লক্ষ কোটি টাকা। রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর JP Morgan Chase & CO বলেছিল যে তার বেঞ্চমার্ক উদীয়মান বাজার সূচকে ভারতীয় সরকারের বন্ড যুক্ত করা হবে এবং বন্ডের সর্বোচ্চ অবদান থাকবে ১০%। যে কাজটি ২৮জুন, ২০২৪- এ সম্পন্ন হয়েছে। ধরা হচ্ছে তারপরেই FAC বৃদ্ধি পেয়েছে।
ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) – এর তথ্য বলছে, ২৯ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত বৈদেশিক মুদ্রা সম্পদের পরিমাণ ছিল ৪৮,৯০,৭৭৩ কোটি টাকা। যা ১২ জুলাই ২০২৪ পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৮,৯০,৭৭৩ কোটি টাকা। এছাড়া ১২ জুলাই শেষ হওয়া সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। যা ৫৫,৭০,৬২১ কোটি টাকা বা ৬৬৬.৮৫৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর ওই সপ্তাহেই রিজার্ভে ৮৩,৮৩৩ কোটি টাকা বেড়েছে।
এর পাশাপাশি জানা যাচ্ছে যে FCA- এর বৃদ্ধি ২৮ জুনের পর তেমন দেখা না দিলেও অন্তর্ভুক্তি হওয়ার দ্বিতীয় সপ্তাহে বেড়েছে। এছাড়া ভারতীয় বন্ড মার্কেট বিদেশী বিনিয়োগের কাছে প্রচুর গুরুত্ব পেয়েছে। সম্প্রতি প্রকাশিত এক সূত্র জানায় যে, Fully Accessible Route (সম্পূর্ণরুপে অ্যাক্সেযোগ্য রুট) বা FAR সিকিউরিটিজের অধীনে ভারতীয় বন্ডের হোল্ডিং বাড়বে। যে কারণে বিদেশী বিনিয়োগকারীদের FRA সিকিউরিটিজ হোল্ডিং ২০ জুলাই পর্যন্ত বেড়ে ১.৯৮ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ FCA- এর পাশাপাশি ঘোষণার পর ভারতীয় বন্ডের হোল্ডিং ১ লক্ষ কোটি টাকার বেশি বেড়েছে।
Article By – সুনন্দা সেন






