Article By – সুনন্দা সেন

অর্থ বিনিয়োগের নিরাপদ এবং জনপ্রিয় বিকল্প হলো ফিক্সড ডিপোজিট। দেশবাসী ব্যাংক এবং পোস্ট অফিস, উভয় ক্ষেত্রেই FD এর সুবিধা পেয়ে থাকেন। তবে বিনিয়োগের আগে ব্যাংক এবং ব্যাংক প্রদত্ত সুদের হারের বিষয় জ্ঞান থাকা প্রয়োজন। দেশে তথা রাজ্যে উপস্থিত ব্যাংকগুলোর মধ্যে যে ব্যাংক বেশি সুদের হার সহ বিশেষ সুবিধা প্রদান করে থাকে গ্রাহক সেই সকল ব্যাংকে বিনিয়োগের কথা ভাবেন। এছাড়া ভারতের সরকারি এবং বেসরকারি ব্যাংকের পাশাপাশি বিভিন্ন রাজ্যের নিজস্ব কিছু ব্যাংক থাকে। আজকে আমরা পশ্চিমবঙ্গের তেমনি একটি ব্যাংকের, FD মেয়াদ এবং সুদের বিষয় আলোচনা করবো।
পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যাংক, ‘বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাংক’ ফিক্সড ডিপোজিটে ৭.৫% পর্যন্ত সুদের হার অফার করে থাকে। এই ব্যাংকে গ্রাহকরা সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ১০ বছরের FD তে বিনিয়োগ করার সুযোগ পান। আর ফিক্সড ডিপোজিটে সর্বনিম্ন ৩% থেকে সর্বোচ্চ ৭.৫০% সুদের হারের সুবিধা পেয়ে থাকেন। অন্যান্য ব্যাংকের মতো বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাংকের সুদের হার গ্রাহকের বয়সের উপর নির্ভর করে। এই ক্ষেত্রেও সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার এবং সিনিয়র সিটিজেনদের জন্য অফার করা সুদের হার ভিন্ন হয়।
চলুন তবে দেখে নেওয়া যাক ‘বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাংক’ এর মেয়াদ ভিত্তিক সুদের হার কেমন ।
| ফিক্সড ডিপোজিট(FD) মেয়াদ | বার্ষিক সুদের হার (%) | |
| সাধারণ গ্রাহক | প্রবীণ গ্রাহক | |
| ৭ থেকে ১৪ দিন | ৩.৫০% | ৩.৫০% |
| ১৫ থেকে ২৯ দিন | ৩.৫০% | ৩.৫০% |
| ৩০ থেকে ৪৫ দিন | ৩.৫০% | ৩.৫০% |
| ৪৬ থেকে ৯০ দিন | ৪.৫০% | ৪.৫০% |
| ৯১ থেকে ১৭৯ দিন | ৪.৫০% | ৪.৫০% |
| ১৮০ থেকে ২৭০ দিন | ৫.৫০% | ৫.৫০% |
| ২৭১ থেকে ১ বছরের কম | ৫.৫০% | ৫.৫০% |
| ১ বছর | ৭% | ৭.৫০% |
| ১বছর ১দিন থেকে ২বছর | ৭% | ৭.৫০% |
| ২বছর ১দিন থেকে ৩বছর | ৬.৫০% | ৭% |
| ৩বছর ১দিন ৫বছর | ৬.৫০% | ৭% |
| ৫বছর ১দিন থেকে ১০ বছর | ৬.৫০% | ৭% |





