buzywithinfoBuzy With Info
Everything About Business

ব্যবসায়িক খবর

  • Home
  • ব্যাঙ্ক
  • FD তে দিচ্ছে সর্বোচ্চ সুদ! PNB- এর নতুন সুদের হারগুলি কত জানেন?
fd

FD তে দিচ্ছে সর্বোচ্চ সুদ! PNB- এর নতুন সুদের হারগুলি কত জানেন?

ভোটের রেজাল্ট প্রকাশ হওয়ার পরে এক সভার মাধ্যমে মূল্যবৃদ্ধির সম্ভাবনার কথা প্রকাশ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং তার সাথে জানায়, এবছরও রেপো রেট ৬.৫০%- এ স্থির থাকবে। যার পর EMI- এর উপর সুদের হার যেমন না কমার প্রবণতা সামনে আসে তেমন ভাবে বাড়বে না বলে নিশ্চিত হোন সাধারণ জনগণ। এ সবের মাঝে আরও একটি সুখবর নিয়ে এসেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)। ১০ জুন থেকে কোটি কোটি গ্রাহকদের জন্য নতুন সুদের নিয়ম কার্যকর করা হয়েছে। জানা যাচ্ছে ৩ কোটি টাকা পর্যন্ত FD- এর ক্ষেত্রে ৩.৫০% থেকে ৭.২৫% সাধারণ গ্রাহক এবং ৪% থেকে ৭.৭৫% সুদ অফার করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অবশ্য সময়ের ভিত্তিতে সকল সুদের হার পৃথক হয়। চলুন তবে PNB- এর নতুন সুদের হার কেমন হয়েছে তা দেখে নেওয়া যাক।–

1
  1. ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত FD- এর ক্ষেত্রে সাধারণ জনগণ ৬.৫০% এবং প্রবীণরা ৭.৩০% সুদের সুবিধা পাচ্ছেন। 
  1. PNB থেকে ৫ বছরের FD তে সাধারণ জনগণকে ৬.৪০% এবং প্রবীণ নাগরিকদের ৭% সুদ প্রদান করছে। 
  1. ২ থেকে ৩ বছরের FD তে সাধারণ নাগরিকদের ৭% এবং প্রবীণদেরকে ৭.৫০% সুদ প্রদান করছে PNB। 
  1. ৪০০ দিন থেকে ২ বছরের FD তে PNB সাধারণ নাগরিকদের ৬.৮০% এবং প্রবীণদের ৭.৩০% সুদ দিচ্ছে। 
  1. ৪০০ দিনের FD তে সকলে ৭.২৫% এবং প্রবীণরা ৭.৭৫% সুদের সুবিধা পাচ্ছেন। 
  1. ১ বছর থেকে ৩৯৯ দিনের FD তে সাধারণ মানুষ ৬.৮০% এবং প্রবীণরা ৭.৩০% সুদ পাচ্ছেন। 

সরকারি প্রকল্পের কোর্স

  1. ৩০০ দিনের  FD তে PNB সাধারণ নাগরিকদের ৭.০৫% এবং প্রবীণদের ৭.৭৫% সুদ দিচ্ছে। 
  1. ২৭১ – ২৯৯ দিনের FD তে PNB সাধারণ নাগরিকদের ৬.২৫% এবং প্রবীণদের ৬.৭৫% সুদ প্রদান করছে।
  1.  ১৮০ দিন থেকে ২৭০ দিনের FD তে PNB সাধারণ নাগরিকদের ৬% এবং প্রবীণদের ৬.৫০% সুদ প্রদান করছে।
  1. ৯১ থেকে ১৭৯ দিনের FD তে PNB সাধারণ নাগরিকদের ৪.৫০% এবং প্রবীণদের ৫% সুদ প্রদান করছে।
fd
  1.  ৪৬ দিন থেকে দিনের FD তেও PNB সাধারণ নাগরিকদের ৪.৫০% এবং প্রবীণদের ৫% সুদ প্রদান করছে।
  1. ৩০ থেকে ৪৫ দিনের FD – এর জন্য PNB সাধারণ নাগরিকদের ৩.৫০% এবং প্রবীণদের ৪% সুদ প্রদান করছে।
  1. ১৫ থেকে ২৯ দিনের এবং ৭ থেকে ২৪ দিনের FD তেও PNB সাধারণ নাগরিকদের ৩.৫০% এবং প্রবীণদের ৪% সুদ প্রদান করছে।

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading