Article By – সুনন্দা সেন

সেই অতীত থেকে বর্তমান সময় অব্দি বিনিয়োগের নিরাপদ বিকল্প হলো ফিক্সড ডিপোজিট। জনপ্রিয় বিনিয়োগ বিকল্পটি দেশের প্রত্যেক বিনিয়োগকারীদের মাঝে অত্যন্ত প্রয়োজনীয় এবং পছন্দের। বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য ফিক্সড ডিপোজিট বা FD অন্যতম বিনিয়োগ বিকল্প দীর্ঘ সময় ধরে। কারণ বয়সজ্যেষ্টরা নিরাপদে বিনিয়োগ করতে পছন্দ করেন। তবে অনেকের ধারণা FD – এর ক্ষেত্রে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করলেই মোটা অংকের অর্থ রিটার্ন পাওয়া যায়।
তবে এমন কিছু নয়, মাত্র এক বছরের জন্য নিজের টাকা ফিক্সড ডিপোজিট করতে চান এমন বিনিয়োগকারীদের জন্য দারুন সুদের হারের অফার নিয়ে এলো তিন ব্যাংক। HDFC ব্যাংক, ICICI ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা PNB তার এক বছরের FD – তে সর্বোচ্চ সুদের হার অফার করছে। তবে এই ক্ষেত্রে ২ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এছাড়া তিন ব্যাংকের মধ্যে যেকোনো একটিতে এক বছরের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলেই পেয়ে যাবেন ৬.৫০% সুদের হার। অবশ্য প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার আরও বেশি।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ১৮০ দিন থেকে শুরু করে ২৭০ দিনের FD – এর জন্য সাধারণ গ্রাহকরা পাবেন ৬% সুদের হার অফার করেএবং সিনিয়র সিটিজেনদের ৬.৫০% করে থাকে। আবার ২৭১ দিন থেকে শুরু করে ২৯৯ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে PNB সাধারণ নাগরিকদের ৬.২৫ % সুদের হার অফার করে। প্রবীণদের ক্ষেত্রে সুদের হার থাকবে ৬.৭৫% সুদের হার অফার করে থাকে। এক বছরের ফিক্সড ডিপোজিট করলে সিনিয়র সিটিজেনরা বা প্রবীণ নাগরিকরা সর্বোচ্চ ৭.০৫ % সুদের হারের সুবিধা গ্রহণ করতে পারেন।




