Article By – সুনন্দা সেন

সাধারণ মানুষের কাছে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় বিকল্প হলো ব্যাংকের ফিক্সড ডিপোজিট। সাধারণ FD বাদে দেশের সরকারি এবং বেসকারি ব্যাংকগুলি গ্রাহকদের আকৃষ্ট করতে এবং কল্যাণের জন্য একাধিক ফিক্সড ডিপোজিট স্কিম চালু করে থাকে। তবে প্রত্যেক স্কিমে বিনিয়োগ করার ক্ষেত্রে নির্দিষ্ট তারিখ ও সুদের হার ব্যাংকের তরফ থেকে নির্ধারিত হয়। আজ আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বহুল জনপ্রিয় FD স্কিমের বিষয় আলোচনা করবো। চলুন তবে দেরি না করে সেগুলির বিষয় জেনে নেওয়া যাক।
- অমৃত বৃষ্টি স্কিম: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) অমৃত বৃষ্টি নামে একটি নতুন ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে। এই স্কিমটি ডোমেস্টিক এবং NRI উভয় গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুদের হার অফার করে। অমৃত বৃষ্টি যোজনা ৪৪৪ দিনের আমানতের জন্য ৭.২৫% সুদের হার অফার করে এবং প্রবীণ নাগরিকদের অতিরিক্ত ০.৫০% সুদ অফার করে থাকে। বিনিয়োগকারীরা এই আমানতের বিপরীতে ঋণ নিতে পারেন। এই স্কিমের সময়সীমা ৩১ মার্চ, ২০২৫।
- অমৃত কলস স্কিম: SBI অমৃত কলশ স্কিম ৪০০ দিনের জন্য চলে। এটি সাধারণ নাগরিকদের প্রতি বছর ৭.১০% সুদের হার অফার করে। প্রবীণ নাগরিকদের ৭.৬০% সুদের হার অফার করে থাকে। এই স্কিমে বিনিয়োগের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২৪।
- সর্বোত্তম স্কিম : SBI সর্বোত্তম স্কিম হল সেই বিনিয়োগকারীদের জন্য যারা প্রচুর পরিমাণে অর্থ জমা করেন। এটি নিয়মিত ফিক্সড ডিপোজিটের চেয়ে বেশি হার অফার করে। সাধারণ নাগরিকদের ক্ষেত্রে ব্যাংক ২ বছরের মেয়াদে ৭.৪% সুদের হার এবং ১ বছরের জন্য এটি ৭.১০% সুদ অফার করে। আর প্রবীণ নাগরিকরা এর থেকে অতিরিক্ত ০.৫০% সুদ উপার্জন করে৷




