রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)- র গভর্ণর শক্তিকান্ত দাস ১১জুলাই, ২০২৪ তারিখে বলেছেন, খুচরা মূল্যস্থীতি এখনও ৪% লক্ষ্যের উপরে। এমন অবস্থায় সুদের হার কমানোর বিষয়ে যে কোনো আলোচনার জন্য এই মুহুর্তটি সঠিক নয়। কারণ দেশ ২০২৪-২৫ সালে ৭.২%- এর প্রত্যাশিত বৃদ্ধির হার অর্জন এবং ৮% GDP প্রবৃদ্ধির দিকে এগোলেও, শেষ CPI অর্থাৎ মে মাসের ভোক্তা মূল্য সূচক বা Consumer Price Index ছিল ৪.৭%। তবে লক্ষ্য রয়েছে তা ৪%- এর নীচে আনার। আর বর্তমানে তা অনেকটাই লক্ষ্য মাত্রার উপরে রয়েছে।
আজ অর্থাৎ ১২জুলাই প্রকাশ পেতে পারে গত মাসের CPI রিপোর্ট তবে তার আগে বিশেষজ্ঞ মহল ধারণা করছে যে জুন CPI মুদ্রাস্ফিতী ৫%- এর কাছাকাছি থাকবে। এছাড়াও একই সাথে দাস বলেন, বিশ্ব সহ ভারতের অর্থনীতি বর্তমানে যে অনিশ্চয়তার মধ্যে রয়েছে এমন সময় আলোচনার বিভিন্ন ক্ষেত্র রয়েছে। সুদের হার বা repo rate কমানো বিষয়টি নিয়ে আলোচনার করার জন্য উপযুক্ত সময় নয়।
তবে তিনি সুদের হার সংক্রান্ত প্রশ্নে মন্তব্য করার সময় বলেছেন, যদি CPI মূল্যস্ফীতি ৪%- এর কাছাকাছি আসে শুধুমাত্র তখনি কেন্দ্রীয় ব্যাংক রেপরেট বা সুদের হার পরিবর্তনের কথা ভাবতে পারে। কারণ মূল্যস্ফীতি লক্ষ্যে পৌঁছতে না পারায় গত কয়েক মাস ধরে রেপো রেট ৬.৮% এ স্থির রাখা হয়েছে। অবশ্য RBI গভর্ণর আগামী দিনের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বেশ আশাবাদী।
Article By – সুনন্দা সেন






