buzywithinfoBuzy With Info
Everything About Business

ব্যবসায়িক খবর

  • Home
  • ব্যবসা
  • বাজারে আসতে চলেছে Flipkart সমর্থিত কোম্পানির IPO! কত টাকা সংগ্রহের চেষ্টায় রয়েছে কোম্পানিটি?
Untitled design 61

বাজারে আসতে চলেছে Flipkart সমর্থিত কোম্পানির IPO! কত টাকা সংগ্রহের চেষ্টায় রয়েছে কোম্পানিটি?

Flipkart সমর্থিত অনলাইন ট্র্যাকিং প্ল্যাটফর্ম ব্ল্যাকবাক (Blackbuck) কিছু দিন আগেই প্রকাশ করেছিল যে, অপারেশন থেকে কোম্পানির আয় ৬৮.৮% বেড়ে ২৯৭ কোটি টাকা হয়েছে। এবার জানা যাচ্ছে যে, ডিজিটাল ট্রাকিং সংস্থাটি IPO লঞ্চ করতে চাইছে। যার জন্য Blackbuck SEBI- এর কাছে Draft Red Herring Prospectus বা DRHP ফাইল করেছে। 

8 2

Flipkart সমর্থিত কোম্পানিটি IPO- এর মাধ্যমে ৫৫০ কোটি টাকা সংগ্রহের জন্য SEBI (Security Exchange Board of India )- এর কাছে আবেদন করেছে। যেখানে কোম্পানি উল্লেখ করেছে যে নতুন ইস্যুতে শেয়ার হোল্ডারদের ২১.৬ মিলিয়ন শেয়ার অফার ফর সেল (OFS) অন্তর্ভুক্ত রয়েছে। 

কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা এবং ৩২%- এর অংশীদার Rajesh Yabaji, Chanakya Hridaya এবং Ramasubramanian B অফার ফর সেলে ২.২ মিলিয়, ১.১ মিলিয় এবং ১.১ মিলিয়ন শেয়ার বিক্রি করবেন। কেবল ইনারাই নন, জানা যাচ্ছে অ্যাকসেল পার্টনাস, কুইবারুটস ইন্টারন্যাশনাল, টাইগার গ্লোবাল এবং পিক এক্সভি (XV) পার্টনার সহ কোম্পাির বিনিয়োগকারীরাও IPO- তে তাদের শেয়ার বিক্রি করবে। 

SEBI এর কাছে জমা দেওয়া DRHP- তে ব্ল্যাকবাক উল্লেখ করা হয়েছে যে, প্রত্যেকটি নতুন ইস্যু এবং OFS- এর ফেসভ্যালু থাকবে শেয়ার প্রতি ১ টাকা মূল্যে। আর কোম্পানি মূলত IPO- এর মাধ্যমে ৫৫০ টাকা সংগ্রহ করে তার নন-ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি ব্ল্যাকবাক ফিনসার্ভ (Blackbuck Finserv)- এর মূলধনের চাহিদা পূরণ করবে।  

2

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading