কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট (Budget) থেকে ব্যাপকভাবে উপকৃত হল রতন টাটার কোম্পানি টাইটান। সোনা ও রুপোর আমদানি শুল্ক 6 শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। তাই টাইটানের শেয়ারের দাম প্রায় 7 শতাংশ বেড়েছে। তাতেই কোম্পানির মূল্যায়ন এক দিনে বৃদ্ধি পেয়েছে প্রায় 19,000 কোটি টাকা।
এই খবর খুবই আকর্ষণীয় শেয়ারবাজার ও টাইটানের বিনিয়োগকারীদের জন্য। বিএসই-এর তথ্য অনুযায়ী, টাইটানের শেয়ার বুধবার 4.80 শতাংশ বৃদ্ধির সঙ্গে 3,472.95 টাকায় এসে দাঁড়িয়েছে। এক সময়ে লেনদেনের ক্ষেত্রে এই শেয়ারটি 3,552.95 টাকার উচ্চ স্তরে বৃদ্ধি পেয়েছিল। আগামী দিনে কোম্পানিটির শেয়ারের দাম আরও বাড়তে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
রতন টাটার অন্যতম জনপ্রিয় কোম্পানি টাইটান। সেই কোম্পানির জুয়েলারি ব্র্যান্ড তানিষ্ক। মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে (Budget) সোনা ও রুপোর আমদানি শুল্ক কমানোর ফলে তানিষ্ক ব্যাপকভাবে লাভবান হবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার বাজেটের (Budget) দিন, টাইটানের বাজার মূলধন 2,88,757.16 কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে 3,07,897.56 কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ কোম্পানির মার্কেট ভ্যালু বেড়েছে 19,140.4 কোটি টাকা।
মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সোনা ও রুপোর মৌলিক শুল্ক 6 শতাংশ কর্মিয়েছেন। অন্যদিকে প্লাটিনামের ওপর 6.4 শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছেন। সোনা, রুপো এবং প্লাটিনামের উপর শুল্ক হ্রাস করার জন্য রত্ন ও গহনা শিল্পের দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে সেই দাবি পূরণ হওয়ার পর দেশে সোনার দাম 5 শতাংশের বেশি কমেছে। সরকারের সিদ্ধান্ত সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Article By – আস্তিক ঘোষ






