এবার এয়ার ইন্ডিয়ায় মিশে যাবে ভিস্তারা। আগে এয়ার ইন্ডিয়া ছিল সরকারের অধীনে। কয়েক বছর আগে এয়ার ইন্ডিয়া কিনে নেয় Tata গ্রুপ। Tata গ্রুপের আরোও একটি বিমান সংস্থা হল ভিস্তারা। এবার এয়ার ইন্ডিয়ার সঙ্গে একীভূত হতে চলেছে ভিস্তারা। সম্প্রতি কেন্দ্র সরকারও এই একত্রীকরণের পক্ষেই সবুজ সংকেত দিয়েছে। কিন্তু এই একত্রীকরণের ফলে ছাঁটাই করা হতে পারে কোম্পানিতে কর্মরত প্রায় 600 কর্মীকে।
এয়ার ইন্ডিয়া প্রায় 600 কর্মচারীর জন্য একটি স্বেচ্ছাসেবসর প্রকল্প শুরু করার পরিকল্পনা করেছে। ভিস্তারার সঙ্গে মার্জ করার পর এই কর্মচারীদের আর প্রয়োজন হবে না বলে মনে করা হচ্ছে। তবে ফ্লাইং ক্রু হিসেবে যারা কাজ করছেন তাদের চাকরি যাবে না বলে জানা গিয়েছে। এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারা একত্রিত হয়ে যাওয়ার পর এয়ার লাইনের বড় পরিসরের কার্যক্রম সম্প্রসারণ এর পরিকল্পনা রয়েছে।
ইতিমধ্যে এয়ার ইন্ডিয়া ম্যানেজমেন্ট তাদের কর্মীদের জানিয়ে দিয়েছে, ভিস্তারা এবং ইয়ার ইন্ডিয়া একত্রিত হয়ে যাওয়ার পর, অনেকের চাকরি চলে যেতে পারে। তাই তাদের মধ্যে কিছু কর্মচারীকে Tata গ্রুপের অন্য কোনও কোম্পানিতে নিয়োগ করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে খবর।
এই মাসের মাঝামাঝি এই প্রকল্পটি বাস্তবায়িত হতে পারে। বোর্ড এ বিষয়ে আলোচনা করবে। উল্লেখ্য, বর্তমানে এয়ার ইন্ডিয়াতে প্রায় 19,000 কর্মচারী রয়েছে। এর মধ্যে স্থায়ী ও চুক্তিভিত্তিক উভয় কর্মচারী রয়েছে। বর্তমানে ভিস্তারাতে প্রায় 6,500 কর্মচারী রয়েছে। টাটা গ্রুপের উভয় এয়ারলাইন কোম্পানির আইনি একীকরণের প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে দ্রুত কাজ করছে।
Article By – আস্তিক ঘোষ






