২৩ জুলাই বাজেট পেশ করার পর নিশ্চিন্ত হয়েছে ভারতের তামাকজাত দ্রব্যের কোম্পানি। অর্থমন্ত্রী বাজেট ২০২৪-২৫- এ তামাকজাত দ্রব্যের কর বৃদ্ধির ঘোষণা করেননি। তারপরেই ভারতীয় তামাকজাত পণ্যের কোম্পানি ITC Ltd. ব্রিটিশ আমেরিকান টোবাকো (BAT) কোম্পানিকে সরিয়ে নিজের জায়গা করে নিয়েছে। যার প্রভাব শেয়ার বাজারেও পড়েছে। শেয়ার বাজারে ITC কোম্পানির শেয়ার মূল্য ৫১০.৬৫ টাকা। আর কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৭৩.৪ বিলিয়ন ডলার।
ব্লুমবার্গের প্রকাশিত তথ্য বলছে, তামাকজাত পণ্যের কোম্পানির তালিকায় শীর্ষস্থানে রয়েছে মার্কিন কোম্পানি ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল। যার বাজার মূল্য ১৭০.৩ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে অল্টিরিয় গ্রুপ। যার বাজার মূল্য ৮৪.৪ বিলিয়ন ডলার। পাশাপাশি ব্লুমবার্গ জানিয়েছে, ব্রিটিশ আমেরিকান টোবাকো (BAT)- কে স্থানচ্যুত হওয়ার অন্যতম কারণ হলো ITC এবং তার বাজার মূলধনের মধ্যে পার্থক্য। ITC- এর বাজার মূলধন BAT- এর তুলনায় প্রায় ৫০০ মিলিয়ন ডলার বেশি।
অবশ্য এইবার প্রথম নয় যে ITC- এর বাজার মূলধন BAT- কে ছাড়িয়ে গেছে। এর আগে গত বছরের অক্টোবরে একই দৃশ্য দেখা গিয়েছিল, ITC- এর বাজার মূলধন BAT- কে পিছনে ফেলে এগিয়ে গেছিলো। আর মজার বিষয় হল লন্ডন ভিত্তিক কোম্পানি BAT সিগারেট, তামাক এবং অন্যান্য তামাক জাত পণ্য বিক্রি করে, তা আবার ভারতীয় এই কোম্পানির বৃহত্তম শেয়ারহোল্ডার। ITC Ltd. কোম্পানিতে BAT- এর ২৬% অংশীদারিত্ব রয়েছে।
Article By – সুনন্দা সেন






