Article By – আস্তিক ঘোষ

টাটা গ্রুপ, আদানি এবং বেদান্ত গ্রুপের পর এবার জোহো। সরকারের সেমিকন্ডাক্টর মিশনে অংশ নিতে প্রস্তুত বৈশ্বিক প্রযুক্তি সংস্থা জোহো কর্পোরেশন। একথা স্বয়ং স্বীকার করেছেন জোহোর প্রধান নির্বাহী শ্রীধর ভেম্বু। তিনি জানান, সেমিকন্ডাক্টর চিপ প্ল্যান্ট তৈরির জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে তাঁদের সংস্থা।
এই প্রসঙ্গে শ্রীধর জোহো জানান, তিনি অংশীদারের সঙ্গে একটি সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনের সুবিধা বিকাশের জন্য ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন৷ তবে অনুমোদন পাওয়া যায়নি এখনও। তিনি বলেন, এ বিষয়ে মূল্যায়ন প্রক্রিয়া বেশ কঠিন। একের পর এক প্রশ্ন করা হচ্ছে। সেসব প্রশ্নের উত্তরও দেওয়া হচ্ছে। এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছেন তাঁরা। যদিও কার কাছে আবেদন করেছেন একথা জানতে চাইলে, সেই প্রশ্ন এড়িয়ে যান তিনি।
জোহোর সেমিকন্ডাক্টর প্ল্যান্ট সম্পর্কিত একটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, 700 মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে কোম্পানি। শ্রীধর জোহোকে সম্ভাব্য বিনিয়োগ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, অনুমোদন পেলেই সব জানানো হবে। আপাতত শুধু অনুমোদনের অপেক্ষায় রয়েছেন তাঁরা।
সেমিকন্ডাক্টর মিশনের অধীনে দেওয়া ভর্তুকি প্রসঙ্গে শ্রীধর জোহো জানান, “এর জন্য সরকারের নীতি যথেষ্ট পরিষ্কার। কিন্তু প্রকল্পের মূল্যায়ন ছাড়া এই বিষয়ে সহায়তা করতে পারবে না সরকার। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা সেমিকন্ডাক্টর প্রযুক্তি কোথা থেকে আনছি এবং এর দাম কত হবে?” যদিও তিনি জানান, প্রযুক্তির মান নিয়ে প্রশ্ন তুলেছে সরকার। সরকারও এ ব্যাপারে আন্তরিক হওয়ায় তিনি খুশি।
শ্রীধর জোহো আরও জানান, “50 টি বিক্রেতা সেমিকন্ডাক্টর প্রকল্পের সঙ্গে জড়িত। আমাদের তাদের অনেকের সঙ্গে অংশীদারিত্ব করা উচিত। দুর্ভাগ্যবশত বেশিরভাগ প্রযুক্তি ভারতে পাওয়া যায় না। সেক্ষেত্রে আমেরিকা, ব্রিটেন, তাইওয়ান, সিঙ্গাপুর এবং জাপানের দিকে লক্ষ্য রাখা উচিত। এতে কিছুটা সময় লাগবে। কিন্তু এই মুহূর্তে এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করা বেশ কঠিন।”




