সাধারণ মানুষের জন্য বড়সড় উপহার Indian Railways। আগামী দুই বছরে তৈরি হবে 10 হাজার নন-এসি কোচ। এমন যুগান্তকারী ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতীয় রেলের এই উদ্যোগে উপকৃত হবেন দেশের সাধারণ মানুষ। এমনকি রেলের এই পদক্ষেপ ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা পূরণ হতে চলেছে বলে আশা করা যাচ্ছে।
রেলমন্ত্রী জানান, 2024-25 সালে 4,485টি এবং 2025-26 সালে 5,444টি কোচ তৈরি করা হবে। এসব কোচের বেশিরভাগই হবে জেনারেল ক্যাটাগরির জন্য। সম্প্রতি দুটি নতুন ‘অমৃত ভারত’ ট্রেন চালু করেছে Indian Railways। এই ট্রেনে নন-এসি কোচ রয়েছে। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই ট্রেনগুলি তৈরি করা হয়েছে। রয়েছে অনেক বিশেষ সুবিধা। দুই পাশে ইঞ্জিন থাকার কারণে এই ট্রেনগুলো ঘণ্টায় 130 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম।
সরকারি প্রকল্পের কোর্স
যাত্রীদের আরামদায়ক যাতায়াতের সুবিধা প্রদান করতে বদ্ধপরিকর Indian Railways। তাই বিভিন্ন ধরনের ট্রেন চালু করা হয়েছে ইতিমধ্যেই। এর মধ্যে রয়েছে অন্ত্যোদয়, দীনদয়াল, তেজস এক্সপ্রেস (এসি চেয়ার কার এবং স্লিপার), ইকোনমি এসি কোচ এবং হামসফর এক্সপ্রেস। এসব ছাড়াও কম বিদ্যুৎ খরচ করে এবং বেশি গতিতে ছুটতে পারে এমন ট্রেন তৈরির দিকে ঝুঁকছে ভারতীয় রেল।

বন্দে ভারত এক্সপ্রেসের পর স্বল্প দূরত্বের জন্য বন্দে ভারত মেট্রো এবং দীর্ঘ দূরত্বের জন্য বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করছে ইন্ডিয়ান রেলওয়ে। 100 দিনের কর্মসূচিতে বন্দে মেট্রো এবং বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রথম প্রোটোটাইপগুলি পরীক্ষামূলক ভাবে ট্র্যাকে নামানোর পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। উল্লেখ্য, বন্দে ভারত স্লিপার ট্রেন আগামী 15 আগষ্টের মধ্যে ট্র্যাকে নামিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত করার সম্ভাবনা রয়েছে। গত মাসেই একথা জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
Article By – আস্তিক ঘোষ





