তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন Narendra Modi। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার সন্ধ্যা 7:15 মিনিটে রাষ্ট্রপতি ভবনে মন্ত্রী পরিষদের সঙ্গে তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন। এর আগে 1 জুন, 2024 -এ লোকসভা নির্বাচনের সপ্তম পর্বের আগে, প্রধানমন্ত্রী তার সম্পত্তি, বিনিয়োগ এবং ব্যাঙ্ক ব্যালেন্সের বিবরণ দিয়েছিলেন নির্বাচন কমিশনকে। আসুন তবে জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রী Narendra Modi-র মোট সম্পত্তির পরিমাণ।

আগের তুলনায় সম্পদের মূল্য প্রায় 50 লাখ টাকা বেড়েছে
গত মাসে প্রধানমন্ত্রী Narendra Modi তাঁর মোট সম্পত্তি প্রকাশ করেছেন। এতে তিনি সোনা, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) এবং ফিক্সড ডিপোজিট (FD) বিনিয়োগের কথা বলেছেন। 2019 সালের লোকসভা নির্বাচনের তুলনায় তার সম্পত্তির মূল্য প্রায় 50 লাখ টাকা বেড়েছে।
প্রধানমন্ত্রী Narendra Modi সম্পদের পরিমাণ 3.02 কোটি টাকা

2024 সালের লোকসভা নির্বাচনের হলফনামায় প্রধানমন্ত্রী মোদী 3.02 কোটি টাকার সম্পত্তির কথা ঘোষণা করেছেন। এটি 2019 সালে 2.51 কোটি টাকা এবং 2014 সালে 1.66 কোটি টাকার বেশি। তার সম্পত্তির মধ্যে রয়েছে স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং বিভিন্ন বিনিয়োগ। তাঁর হলফনামা 14 মে ইসিআই ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল।

সোনার পরিমাণ
2024 সালের নির্বাচনী হলফনামা অনুসারে, প্রধানমন্ত্রী মোদীর কাছে 2.67 লাখ টাকার সোনা রয়েছে। সোনার তালিকায় রয়েছে চারটি সোনার আংটি। এর পাশাপাশি, তিনি জাতীয় সঞ্চয় শংসাপত্রে 9.12 লাখ টাকা বিনিয়োগ করেছেন। অর্থাৎ তার সম্পত্তির পরিমাণ 2019 সালের 7.61 লাখ টাকা থেকে প্রায় 2 লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তার এফডিতে রয়েছে 2.85 কোটি টাকা।
সরকারি প্রকল্পের কোর্স
Article By – আস্তিক ঘোষ



