উত্তর – পূর্ব সীমান্ত রেলওয়ে(NFR) আগামী মাস থেকে আগরতলা – কলকাতা এবং গুয়াহাটি – কলকাতা রুটে দুই জোড়া Garib Rath Express-এর পরিষেবা পুনরায় শুরু করবে বলে জানা গিয়েছে। উত্তর – পূর্ব সীমান্ত রেলওয়ে(NFR) -এর মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন যে গরিব রথ এক্সপ্রেস 3 জুলাই 2024 তারিখ থেকে প্রতি বুধবার আগরতলা – কলকাতা রুটে চলবে।

অপরদিকে, 7 জুলাই 2024 তারিখ থেকে প্রতি রবিবার কলকাতা – আগরতলা রুটে Garib Rath Express চলবে। আরও জানা গিয়েছে যে গরিব রথ এক্সপ্রেস 6 জুলাই 2024 তারিখ থেকে প্রতি শনিবার গুয়াহাটি – কলকাতা রুটে চলবে। একই ভাবে, 4 জুলাই 2024 তারিখ থেকে প্রতি বৃহস্পতিবার কলকাতা – গুয়াহাটি রুটে গরিব রথ এক্সপ্রেসে ট্রেন চলবে।
সরকারি প্রকল্পের কোর্স
এই পরিষেবার ফলে পশ্চিমবঙ্গ এবং এর রাজধানী শহর, কলকাতার সঙ্গে উত্তর – পূর্বের রেল যোগাযোগ আরও বেশি উন্নত হয়ে যাবে। অনেক দিন ধরেই সাধারণ মানুষের দাবি ছিল যে, ফের কলকাতা – আগরতলা রুট এবং কলকাতা – গুয়াহাটি রুটে Garib Rath Express– এর পরিষেবা শুরু করা হোক।

গরিব রথ এক্সপ্রেস হল দূরপাল্লার ট্রেন যা, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। গরিব রথ এক্সপ্রেস ট্রেনগুলি প্রাথমিক ভাবে দূরের রুটে চলাচল করে, এটি ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে প্রধান শহর এবং গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনগুলিকে সংযুক্ত করে। ট্রেনটি 5 অক্টোবর 2006 -এ ভারতের তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব সহরসা-অমৃতসর গরিব রথ এক্সপ্রেসের মাধ্যমে চালু করেন।
Article By – আস্তিক ঘোষ




