রেলের নিরাপত্তা সহ অন্যান্য বিষয় নিয়ে এবার বিরোধী দলগুলির অভিযোগের জবাব দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গত দুদিন ধরে লোকসভায় রেল বাজেট আলোচনা চলাকালীন রেল নিরাপত্তা সহ বেশ কিছু বিষয় নিয়ে একের পর এক প্রশ্ন তুলে সরব হয় কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি। বিরোধীদের সেই সমস্ত অভিযোগের জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবার লোকসভায় জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 10 বছরে রেলে দুর্দান্ত কাজ হয়েছে।
রেলওয়ের নিরাপত্তার বিষয়ে যে কাভাচ সিস্টেমের কথা বলা হয়েছিল, সেই কাভাচের সর্বশেষ সংস্করণ 4.0 অনুমোদন করা হয়েছে গত 17 জুলাই। দেশের সমগ্র রেল নেটওয়ার্কে কাবচ সিস্টেম স্থাপনে রেলওয়ে কোনও খামতি রাখবে না বলে জানান রেলমন্ত্রী। কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলের সদস্যদের মিথ্যার দোকান চালানোর অভিযোগ তুলে রেলমন্ত্রী বলেন, সাধারণ মানুষের যাত্রা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সাধারণ কোচের চাহিদা ক্রমাগত বাড়ছে। সেকথা মাথায় রেখে প্রায় আড়াই হাজার অতিরিক্ত সাধারণ কোচ তৈরি করা হবে।
আগামী কয়েক বছরে আরও 10 হাজার জেনারেল কোচ তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হওয়ার পথে। কোথাও সাধারণ কোচের অভাব হবে না বলে আশ্বাস দিলেন রেলমন্ত্রী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও বলেন,” দুটি অমৃত ভারত ট্রেনের সাফল্যের পর, আরও 50টি অমৃত ভারত ট্রেন করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নতুন অমৃত ভারত ট্রেনে 13টি নতুন পরিবর্তন আনা হবে। ট্র্যাকে চলা দুটি অমৃত ভারত ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে ইতিমধ্যেই প্রতিক্রিয়া সংগ্রহ করা হয়েছে।”
বন্দে ভারত ট্রেন বৈষম্যমূলক ভাবে চালানোর অভিযোগ তুলে সরব হওয়া বিরোধীদের জবাব দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, “বন্দে ভারতের দুর্দান্ত সাফল্যের পর, এর পরিধি আরও প্রসারিত করা হবে। বর্তমানে বন্দে ভারত কেরল থেকে অসম এবং জম্মু থেকে তামিলনাড়ু পর্যন্ত 100 টিরও বেশি রুটে চলছে। কোনও বৈষম্য ছাড়াই দেশের প্রতিটি কোণে পৌঁছে গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস।” এছাড়াও, স্বল্প দূরত্বের শহরগুলির মধ্যে বন্দে ভারত মেট্রো চালানোর পাশাপাশি বন্দে ভারত স্লিপার দীর্ঘ দূরত্বের শহর গুলির মধ্যে চালানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
Article By – আস্তিক ঘোষ






