buzywithinfoBuzy With Info
Everything About Business

ব্যবসায়িক খবর

  • Home
  • সরকারি খবর
  • রেলের 6456 কোটির উপহার! পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্যে শুরু হবে বড় স্কিম
Indian Railways

রেলের 6456 কোটির উপহার! পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্যে শুরু হবে বড় স্কিম

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করল রেল মন্ত্রকের তিনটি প্রকল্প। এই প্রকল্পগুলি রূপায়ণে মোট আনুমানিক ব্যয় প্রায় 6,456 কোটি টাকা। এসব প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলকে সংযুক্ত করা হবে। এতে পরিবহন ব্যবস্থা বর্তমানের তুলনা আরও সহজ হবে। গতি পাবে অর্থনৈতিক উন্নয়ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে বৈঠকে এই প্রকল্পগুলিকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

7 3

পণ্য পরিবহন ব্যবস্থাকে ত্বরান্বিত করবে রেললাইনের সক্ষমতা বৃদ্ধি এবং নতুন রেল রুট নির্মাণ। সরবরাহ চেইন শক্তিশালী হবে। এতে আরও মজবুত হবে দেশের অর্থনীতি। নতুন রেললাইন তৈরি হলে যে সমস্ত এলাকায় এখন যোগাযোগ থেকে বঞ্চিত রয়েছে, সেইসব এলাকায় সরাসরি রেল যোগাযোগের ব্যবস্থা হবে। এতে পরিবহন ব্যবস্থা অনেক সহজ হবে। উন্নত হবে রেলওয়ে পরিষেবার সক্ষমতা ও নির্ভরযোগ্যতাও। রেললাইন দ্বিগুণ করা হলে ট্রেন চলাচল সহজ হবে এবং যানজট কমবে। এতে পরিকাঠামো গড়ে উঠবে রেলওয়ের ব্যস্ততম রুটে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “নিউ ইন্ডিয়া” স্বপ্নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই প্রকল্পগুলি। এমন উন্নয়নমূল প্রকল্পের ফলে সার্বিক উন্নয়ন হবে এলাকার। এতে মানুষ কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ পাবে। তাঁরা ‘স্বনির্ভর’ হবে। এই প্রকল্পগুলি প্রধানমন্ত্রী গতি শক্তি জাতীয় মহাপরিকল্পনার ফলাফল। দেশে মাল্টি-মডাল সংযোগের প্রচার করাই হল এই পরিকল্পনার উদ্দেশ্য। আগামী দিনে মানুষ, পণ্য ও পরিষেবার পরিবহনের ক্ষেত্রে যথেষ্ট উল্লেখযোগ্য গ্রহণ করবে এই সমন্বিত পরিকল্পনা।

তিনটি প্রকল্পই চারটি রাজ্য অর্থাৎ ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ছত্তিশগড়ের 7টি জেলা জুড়ে বিস্তৃত হবে। এতে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক প্রায় 300 কিলোমিটার বৃদ্ধি পাবে। এই প্রকল্পগুলির অধীনে 14টি নতুন স্টেশন তৈরি করা হবে। এই প্রকল্প দুটি উচ্চাকাঙ্ক্ষী জেলা (নোয়াপাড়া এবং পূর্ব সিংভূম) সহ অনেক এলাকাকে রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করবে। নতুন লাইন প্রকল্পগুলি প্রায় 1,300 গ্রাম এবং প্রায় 11 লক্ষ মানুষকে রেল সংযোগ প্রদান করবে। মাল্টি-ট্র্যাকিং প্রকল্পটি থেকে উপকৃত হবে প্রায় 1,300 গ্রামের প্রায় 19 লাখ মানুষ।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading