Employees’ Provident Fund এর সদস্যরা দীর্ঘ দিন ধরে তাদের অ্যাকাউন্টে সুদের টাকা আসার জন্য অপেক্ষা করছেন। আপনিও যদি এই সকল সদস্যদের মধ্যেই একজন হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল বিরাট খবর। ইপিএফও তরফ থেকে একটি বড় আপডেট দেওয়া হয়েছে। PFO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি ফেব্রুয়ারিতে FY24-এর জন্য 8.25 শতাংশ সুদের হার অনুমোদন করেছিল।
তবে লোকসভা নির্বাচনের কারণে এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আগামী জুলাই মাসের মধ্যে এই কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর। জুলাই মাস পর্যন্ত পিএফ অ্যাকাউন্ট থাকা ব্যক্তিদের অ্যাকাউন্টে সুদের টাকা পাঠানো যাবে। তবে সুদের টাকা আপনার অ্যাকাউন্টে এসেছে তো ? তা এবার ঘরে বসেই অনলাইনে দেখে নিন।
সরকারি প্রকল্পের কোর্স
আপনার EPF সুদের টাকা এসেছে কি না তা জানতে, নিজের পাসবুক আপডেট করলেই জানতে পারবেন। ঘরে বসেই SMS, মিসড কল এবং EPFO পোর্টালের মাধ্যমে আপনার পাসবুক চেক করতে পারবেন। EPF অ্যাকাউন্টে যদি আপনার মোবাইল নম্বরটি রেজিস্টার্ড থাকে, তাহলে মিসড কল পরিষেবাটি পাওয়া যাবে। মিসড কলের মাধ্যমে নিজের ব্যালেন্স চেক করতে হলে, 011-22901406 নম্বরে একটি মিসড কল দিন।

এরপর SMS এর মাধ্যমে ব্যালেন্স জানা যাবে। SMS এর মাধ্যমেও ব্যালেন্স চেক করা সম্ভব। সেক্ষেত্রে 7738299899 নম্বরে EPFOHO UAN ENG অথবা ENG এর পরিবর্তে, আপনি যে ভাষায় মেসেজটি চান তার কোড লিখে SMS করতে হবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথি UAN-এর সঙ্গে লিঙ্ক করা উচিত। EPFO পোর্টালের মাধ্যমেও পাসবুকও চেক করতে পারেন। সেক্ষেত্রে UAN সক্রিয় থাকলেই হবে।
Article By – আস্তিক ঘোষ





