Article By – সুনন্দা সেন

আয়কর রিটার্ন বা ITR সংশোধন নিয়ে করদাতাদের মধ্যে সাম্প্রতিক সময়ে একটি বড় বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, যদি ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে আয়কর রিটার্ন প্রসেস না হয়, তাহলে আর রিভাইজড আইটিআর দাখিল করা যাবে না। কিন্তু বাস্তবে এই ধারণা সঠিক নয়।
আয়কর আইনের ধারা ১৩৯(৫) অনুযায়ী, কোনও করদাতা তাঁর দাখিল করা আয়কর রিটার্নে ভুল, তথ্যের ঘাটতি বা কোনও আয় বাদ পড়লে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংশোধিত বা রিভাইজড রিটার্ন জমা দিতে পারেন।
এই সকল ক্ষেত্রে আয়কর দফতরের পক্ষ থেকে রিটার্ন প্রসেস হওয়া বা সেকশন ১৪৩(১) অনুযায়ী ইনটিমেশন পাওয়া কোনও বাধ্যতামূলক শর্ত নয়। অর্থাৎ রিটার্ন এখনও প্রসেস না হলেও করদাতার সংশোধনের অধিকার অটুট থাকে। আইন বলছে, সংশ্লিষ্ট অ্যাসেসমেন্ট ইয়ার শেষ হওয়ার তিন মাস আগে পর্যন্ত অথবা অ্যাসেসমেন্ট সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত রিভাইজড ITR দাখিল করা যাবে। উদাহরণ হিসেবে বলা যায়, ফিনান্সিয়াল ইয়ার ২০২৪–২৫ সালে বা অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৫–২৬-এর ক্ষেত্রে করদাতারা ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সংশোধিত রিটার্ন জমা দিতে পারবেন, এমনকি সেই সময়ের মধ্যে তাঁদের মূল আইটিআর যদি এখনও প্রসেস না হয়ে থাকে তবুও।
তবে কিছু পরিস্থিতিতে রিভাইজড রিটার্ন দাখিল করা সম্ভব নয়। যদি আয়কর দফতর ইতিমধ্যেই করদাতার অ্যাসেসমেন্ট সম্পন্ন করে ফেলেছে। অর্থাৎ চূড়ান্ত আদেশ জারি হয়ে যায় অথবা আইনে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যায়, তাহলে আর সংশোধিত ITR জমা দেওয়া যায় না। কর বিশেষজ্ঞদের মতে, আয়কর রিটার্ন প্রসেসিং দেরি হওয়া সম্পূর্ণভাবে প্রশাসনিক বিষয় এবং এর জন্য করদাতাকে দায়ী করা যায় না। এই দেরির সঙ্গে করদাতার রিটার্ন সংশোধনের অধিকার যুক্ত করা ঠিক নয়। তাই শুধুমাত্র প্রসেসিং না হওয়ার কারণে রিভাইজড ITR দাখিল করা যাবে না, এমন ধারণায় আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই। কারণ আয়কর রিটার্ন প্রসেস না হলেও নির্ধারিত সময়সীমার মধ্যে রিভাইজড আইটিআর দাখিল করা যায়।




