কর্মজীবনে আর্থিক সামাজিক হাজারও অসুবিধা এলে আমরা তা অতিক্রম করতে পারি। তবে বৃদ্ধ বয়সে কর্ম ক্ষমতা হ্রাস পাওয়ায় অর্থনৈতিক দিকটি দুর্বল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে। এমন অবস্থায় অবসরের পর pension যেকোনো ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর অবসর জীবনে পেনশনের ব্যবস্থা কেবল সরকারি কর্মচারীদের স্থির থাকে। কিন্তু বেসরকারি বা অসংগঠিত সংস্থার কর্মচারীদের pension-র ব্যবস্থা নেই। তাই তাদের ভবিষ্যতে ভালো pension পেতে হলে কর্মজীবণে প্রথম দিক থেকেই বিনিয়োগ করতে হবে। যদি নিরাপদ স্কিমে বিনিয়োগ করেন তবে ৫০ হাজার টাকা পর্যন্ত পেনশনে পেতে পারে। কিন্তু কীভাবে? চলুন তবে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আপনারা যদি সরকারের গ্যারেন্টি সহ ঝুঁকিবিহীন মোটা অঙ্কের পেনশনের সুবিধা পেতে ইচ্ছুক হোন তবে বিনিয়োগ করতে পারেন কেন্দ্র সরকারের জনপ্রিয় ন্যাশনাল পেনশন স্কিম বা NPS- এ। সরকারি থেকে বেসরকারি কর্মী ও সকল সাধারণ মানুষ পেতে পারেন এই পেনশন স্কিমের সুবিধা। NPS- এ নির্দিষ্ট সময় পর্যন্ত বিনিয়োগের পর এককালীন মোট জমানো মূলধনের নুন্যতম ৪০% হাতে পাবেন এবং বাকি ৬০% টাকা অবসর গ্রহণের পর প্রতি মাসে পেনশন হিসাবে পাওয়ার সুযোগ পান। আপনি যদি ১৮ বছর বা ২০ বছর বয়স থেকে বিনিয়োগ করতে শুরু করেন। তবে ৫০ হাজার টাকা পর্যন্ত পেনশনের সুবিধা পেতে পারেন। চলুন হিসাবটি দেখে নেওয়া যাক:-
সরকারি প্রকল্পের কোর্স
ধরে নিন একজন ব্যক্তি ২০ বছর বয়স থেকে NPS স্কিমে বিনিয়োগ শুরু করেন। তবে ৬০ বছর পর্যন্ত হিসাবে (৬০-২০) = ৪০বছর বিনিয়োগের সুযোগ পান। এমন অবস্থায় ওই ব্যক্তি যদি ৪০ বছর ধরে প্রতি মাসে ন্যাশনাল পেনশন স্কিমে ২০০০ হাজার টাকা বিনিয়োগ করেন। তখন তিনি মোট ২,৩৫,২৯,৪৫৫ টাকা পাবেন। যার ৪০% এককালীন তুলে নিলে 14,117,727 টাকা হাতে থাকবে। ওই টাকা পেনশন হিসাবে পাওয়ার ক্ষেত্রে মাসিক 50,106 টাকা পেতে পারেন।

Article By – সুনন্দা সেন





