চলতি অর্থবর্ষে উত্তর-পূর্ব অঞ্চলের রেলের পরিকাঠামোর উন্নয়নে মোটা অংকের টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। 10,376 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী (Railway Minister) অশ্বিনী বৈষ্ণব। ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বক্তৃতা দেওয়ার সময় রেলমন্ত্রী জানান, 2009 থেকে 2014 সাল পর্যন্ত বাজেটে যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছিল তার 5 গুণ বৃদ্ধি করা হয়েছে চলতি অর্থবর্ষের বাজেটে।
রেলমন্ত্রী (Railway Minister) অশ্বিনী বৈষ্ণব মনে করেন, 18টি প্রকল্পের জন্য ইতিমধ্যেই 74,972 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। উত্তর-পূর্ব অঞ্চলে 1,368 কিলোমিটার অতিরিক্ত লাইন নির্মাণের জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে। রেল ব্যবস্থার উন্নতি এবং দ্রুত গতিতে এই অঞ্চলের রেলওয়ে ট্র্যাক বৃদ্ধির নিশ্চয়তা দিতে সংকল্প গ্রহণ করেছে কেন্দ্র সরকার।
রেলমন্ত্রী (Railway Minister) আরও জোর দিয়ে বলেন, ভারতীয় রেলকে একটি শীর্ষ-স্তরের পরিবহন ব্যবস্থায় রূপান্তরিত করাই হল সরকারের প্রাথমিক উদ্দেশ্য হল। শুধু তাই নয়, অর্থনৈতিক সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টি করতেও যথেষ্ট তৎপর কেন্দ্রীয় সরকার। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন শ্রীবাস্তব জানান, চলতি অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটে সমস্ত অবকাঠামো এবং নিরাপত্তা-সম্পর্কিত প্রকল্পগুলির জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দ করা হয়েছে।
তিনি বলেন, 2023-2024 সালে 921 রুট কিলোমিটার (RMK) বিদ্যুৎ সংযোগ করা হয়েছিল। চলতি অর্থবর্ষে অর্থাৎ 2024-2025 সালে 1,573 রুট কিলোমিটার বিদ্যুৎ সংযোগ করার পরিকল্পনা করা গ্রহণ হয়েছে। এটি উত্তর-পূর্বের প্রতিটি রাজ্যের জন্য যথাযথ বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য 694.69 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ট্র্যাক পুনরুদ্ধার এবং সেতু নির্মাণের জন্য 1,305.07 কোটি, নতুন লাইন এবং লাইন-দ্বৈতকরণ প্রকল্পের জন্য 8,378.53 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল আগেই।
Article By – আস্তিক ঘোষ






