Article By – সুনন্দা সেন

কেন্দ্রীয় সরকার ২০২৬-২৭ অর্থবছরের সাধারণ বাজেট ১ ফেব্রুয়ারি পেশ করার প্রস্তুতি নিয়েছে। সরকারের তরফে বাজেট অধিবেশনের সময়সূচি প্রায় চূড়ান্ত হওয়ায় পরিষ্কার হয়ে যায় যে এবারও ঐতিহ্য মেনেই ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই বাজেট পেশ করা হবে। তবে বিশেষ এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো, ১ ফেব্রুয়ারি, ২০২৬ হলো রবিবার। তাই আজকের দিনে দাঁড়িয়ে বড় প্রশ্ন হলো, বাজেটের দিন শেয়ার বাজার খোলা থাকবে? যা বিনিয়োগকারীদের মধ্যে কৌতুহলও বাড়িয়ে দিয়েছে। সূত্রের খবর,বাজেট, ২০২৬-এর বাজেট অধিবেশন শুরু হতে পারে জানুয়ারি মাসের (চলতি মাসের) শেষ সপ্তাহে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় বাজেট ভাষণ দেবেন ১ ফেব্রুয়ারি।
বিশেষজ্ঞরা মনে করছেন; বাজেটকে ঘিরে কর কাঠামো, সরকারি ব্যয়, পরিকাঠামো, সামাজিক খাত (Social sector) এবং রাজস্ব ঘাটতি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন সীতারামণ। আবার রবিবার বাজার খোলা থাকার বিষয়ে এখনও কোনও সরকারি বা স্টক এক্সচেঞ্জের চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে অতীত অভিজ্ঞতা বলছে, বাজেট যদি সাপ্তাহিক ছুটির দিনে পড়ে, তাহলে বিশেষ ক্ষেত্রে বাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালে ১ফেব্রুয়ারি শনিবার ছিল, তারপর সেই দিন স্টক মার্কেট খোলা ছিল এবং বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে বাজার তার প্রতিক্রিয়া দেখিয়েছিল।
বাজার বিশেষজ্ঞদের মতে, বাজেটের দিন বাজার খোলা থাকলে বিনিয়োগকারীরা তাৎক্ষনিকভাবে নীতি ও কর সংক্রান্ত ঘোষণার প্রভাব মূল্যায়ন করতে পারেন। এতে বাজারে স্বচ্ছতা বাড়ে এবং বড় ওঠানামা একসঙ্গে সামাল দেওয়া সহজ হয়। সেই কারণেই এবারও রবিবার হলেও বাজার খোলা রাখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বম্বে স্টক এক্সচেঞ্জ, তাও সরকারের সাথে আলোচনা করে। সেই কারণে বিনিয়োগকারীরা এখন সরকারি বিজ্ঞপ্তির দিকে তাকিয়ে রয়েছেন। সব মিলিয়ে, ১ ফেব্রুয়ারির বাজেটকে ঘিরে অর্থনীতি ও শেয়ার বাজার—দু’দিকেই উত্তেজনা তুঙ্গে।




