buzywithinfoBuzy With Info
Everything About Business

ব্যবসায়িক খবর

  • Home
  • সরকারি খবর
  • সরকারি প্রকল্প কি? পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্পে পেতে পারেন চাকরি? সম্পূর্ন তথ্য রইলো প্রতিবেদনে। 

সরকারি প্রকল্প কি? পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্পে পেতে পারেন চাকরি? সম্পূর্ন তথ্য রইলো প্রতিবেদনে। 

সরকারি প্রকল্পগুলি দেশের নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক কল্যানের জন্য সরকার চালু করা হয়। যা সমাজকে ঘিরে থাকা বিভিন্ন আর্থ – সামাজিক সমস্যার সমাধানে একটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।

Copy of BWI Ad Banner 32

দেশের কেন্দ্রীয় সরকার যেমন সমগ্র দেশবাসীর জন্যে বিভিন্ন স্কিম বা প্রকল্প চালু করে আসছেন। ঠিক একই ভাবে দেশের রাজ্যগুলিও নিজ রাজ্যবাসীদের জন্যে ভিন্ন ভিন্ন প্রকল্প চালু করেছে এবং ভবিষ্যতে আরও করবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মৌলিক পরিষেবার সুযোগ রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নের জন্যও নানান প্রকল্প চালু করেছে। রাজ্যের সাধারণ মানুষ এইসব সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা গ্রহণ করে তাঁদের দৈনন্দিন জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাতে পারছেন। রাজ্যের সার্বিক উন্নয়নে এই প্রকল্পগুলি বিশেষ মাত্রা যোগ করছে। আর সেগুলির মধ্যে অন্যতম হলো ‘কন্যাশ্রী প্রকল্প’। 

k gra 32

পশ্চিমবঙ্গের সরকার কর্তৃক গৃহীত এই প্রকল্পটি বাংলার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে নগদ সহায়তার মাধ্যমে মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়নে সহায়তা করে। বিশেষ করে অর্থনৈতিক সমস্যার কারণে কোনো পরিবার আঠারো বৎসর বয়সের আগে তাদের কন্যাসন্তানের বিয়ের ব্যবস্থা না করে, সেই দিকটি রোধ করার উদ্দেশ্য রয়েছে এই রাজ্য সরকারি প্রকল্পটির। এই প্রকল্পের অন্যতম অভিপ্রায় হল, আর্থিক ভাবে পিছিয়ে থাকা গরিব দুঃস্থ মেয়েদের উচ্চ শিক্ষার প্রদানের সাথে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। ২০১৩ সালে ৮ মার্চ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মহিলাদের জন্য এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। যা বর্তমানে এখনো কর্মরত। 

k gra 33

সম্প্রতি উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসন জানিয়েছে, কন্যাশ্রী প্রকল্পে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। জেলা প্রশাসনের কন্যাশ্রী সেকশানের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ডেটা ম্যানেজার পদে ব্যারাকপুর ১ নম্বর ব্লকে একজনকে নিয়োগ করা হবে। ভারতের নাগরিক ও ব্যারাকপুর ব্লকের স্থানীয় বাসিন্দারা এতে আবেদন করতে পারবেন। আর আবেদনকারীর যেকোনও বিষয়ে স্নাতকের ডিগ্রি এবং কম্পিউটারের বিষয় জ্ঞান থাকা বাধ্যতামূলক। শুধু এই টুকু নয়, মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে এবং এই পোস্টে আবেদন করতে হলে ১ বছরের চাকরির ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। 

k gra 35

চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত যাদের বয়স ১৮ বছর থেকে ৩৭ বছর পর্যন্ত হবে তারাই আবেদন করতে পারবেন। ১১ হাজার বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসনের পক্ষ থেকে। আপনারা ১৬ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। 

Copy of BWI Ad Banner 31

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading