Article By – সুনন্দা সেন

ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ RBI কর্তৃক রেপো রেট কমানোর পর সমস্ত স্মল ফাইন্যান্স, সরকারি এবং বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান সহ ব্যাংক বিভিন্ন মেয়াদের উপর ভিত্তি করে ফিক্সড ডিপোজিটের সুদের হার কমিয়েছে। আর এই সীদ্ধান্ত অন্যান্যদের সহ বিশেষ রূপে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে বিরাট চ্যালেঞ্জ বহন করে আনে। কারণ তারা FD-তে বিনিয়োগে বেশি বিশ্বাসী। অবশ্য এখনও কিছু ব্যাংক প্রবীণ নাগরিকদের এখনও পর্যন্ত নির্দিষ্ট FD মেয়াদে ৮%-এরও বেশী সুদের হার অফার করছে। আর তাদের মধ্যে স্মল ফাইন্যান্স ব্যাংক থেকে আন্তর্জাতিক ব্যাংক পর্যন্ত রয়েছে। আর সেগুলি হল:-
- নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক: এটি সর্বোচ্চ সুদের হার প্রদান করছে। ব্যাংকটি ১৮ মাস ১দিন থেকে ১৮ মাস ২ দিনের মেয়াদী FD-তে প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ ৯% পর্যন্ত বার্ষিক সুদের হার অফার করে।
- জানা স্মল ফাইন্যান্স ব্যাংক: এই ব্যাংকটি প্রবীণ নাগরিকদের ২ বছর থেকে ৩ বছরের বেশি মেয়াদের FD-তে ৮.৭৫% সুদের হার অফার করে।
- RBL ব্যাংক: এই বেসরকারি ব্যাংকটি ৫০০ দিনের মেয়াদে সর্বোচ্চ ৮.২৫% সুদের হার অফার করছে প্রবীণদের।
- DCB ব্যাংক: এই ব্যাংকটি আবার ১৫ মাস থেকে ১৬ মাসের কম মেয়াদের FD-তে সর্বোচ্চ ৮.৫০% সুদের হার অফার করে।
- সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া: সরকারি খাতের এই ব্যাংকটি নিজেদের সেক্টরলের মধ্যে সর্বোচ্চ সুদ প্রদান করে। ব্যাংকটি ৩৩৩৩ দিনের মেয়াদের FD-তে ৮% সুদের হার অফার করে।
এছাড়া বন্ধন ব্যাংক ১ বছরে FD-তে ৮.৫৫%, CSB ব্যাংক ৫০১ দিনের FD-তে ৮%, SBM ব্যাংক ইন্ডিরা ১৮ মাস থেকে ২ বছর ৩ দিনের FD-তে ৮.৫৫%, এবং ইয়েস ব্যাংক ৩ বছরের থেকে ৫ বছরের FD তে ৮.২৫% সুদের হার অফার করছে প্রবীণ নাগরিকদের।




