১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এমকিওর ফার্মাসিউটিক্যালস (Emcure Pharmaceuticals)। ২০২২- ২৩ আর্থিক বছরে এই কোম্পানি ছয় মাসের হিসাবে যথাক্রমে দেশে বিক্রির ৫০.৮৪% এবং ৫৩.১৬% মোট আয়ের ক্ষেত্রে অবদান রেখেছিল। এবার জানা যাচ্ছে এই ফার্মা কোম্পানির IPO আগামী সপ্তাহে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই এমকিওর ফার্মা নিজেদের IPO– এর শেয়ারের প্রাইস ব্যান্ড ঘোষনা করেছে। এছাড়া জানা যাচ্ছে কোম্পানির আইপিওর ইস্যুর ফ্লোর প্রাইস এবং ক্যাপ প্রাইস শেয়ারের ফেসভ্যালুর তুলনায় ৯৬ এবং ১০০.৮০ গুণে রয়েছে।
ফার্মা কোম্পানিটির আইপিও আগামী সপ্তাহের বুধবার অর্থাৎ ৩ জুলাই, ২০২৪ থেকে সাবস্ক্রিপশনের জন্য খোলা হবে। আর তা ৫ জুলাই পর্যন্ত খোলা থাকবে। অবশ্য অ্যঙ্কর বিনিয়োগকারীদের জন্য আইপিওর বিড ২ জুলাই খুলবে। সাধারণ বিনিয়োগকারীরা এমকিওর ফার্মার IPO- তে নূন্যতম ১৪ টি শেয়ারের জন্য বিড করতে পারবেন। তারপর ১৪- এর গুণিতকে বিড চলবে। সংস্থার নির্বাচিত IPO- র প্রতি শেয়ারের দাম ৯৬০ টাকা থেকে ১০০৮ টাকা পর্যন্ত নির্ধারিত রয়েছে। আর কর্মচারীদের জন্য ৯০ টাকা ছাড় রয়েছে।
সরকারি প্রকল্পের কোর্স
ফার্মা কোম্পানিটির IPO- তে ৮০০ কোটি নতুন ইস্যু এবং অফার যার সেলের মাধ্যমে সংস্থার শেয়ার হোল্ডারটা ১.১৪ কোটি ইক্যুইটি শেয়ার অফলোড করবেন। জানা যাচ্ছে Emcure Pharmaceuticals IPO- এর মাধ্যমে মোট ১,৯৫২ কোটি টাকা সংগ্রহ করতে চলেছে। যার মধ্যে ১,১৫২ কোটি টাকা অফার ফর সেলে রয়েছে। তালিকাভুক্ত হওয়ার আগে ওষুধ কোম্পানির IPO গ্রে মাগেটে ৩০০ টাকার প্রিমিয়ামে দেখা গিয়েছে।

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]
Article By – সুনন্দা সেন





