চলতি অর্থবর্ষে গোল্ড বন্ড(Gold Bond) ইস্যু করার লক্ষ্য 38 শতাংশ কমিয়েছে সরকার। 2015 সালে গোল্ড বন্ড(Gold Bond) স্কিম চালু করা হয়েছিল। এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ভালো বিকল্পের উপস্থিতির কারণে সোনার বন্ডে বিনিয়োগকারীদের আগ্রহ কমে গিয়েছে। 2024-25 অর্থবর্ষে 18,500 কোটি টাকার ‘পেপার গোল্ড'(Paper Gold) ইস্যু করার পরিকল্পনা করছে সরকার।
অনেক কিছু মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। বিনিয়োগকারীদের চাহিদা, অন্য বিনিয়োগ পণ্য এবং বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তার কারণেই এমন সিদ্ধান্ত। ILA কমোডিটিজ ইন্ডিয়ার ডিরেক্টর হরিশ গালিপেলি জানান, বর্তমানে ভালো রিটার্ন পাওয়ার আশায় বিনিয়োগ করছেন বহু খুচরা বিনিয়োগকারীরা।
তবে সোনার দাম গত কয়েক বছরে ক্রমাগত বৃদ্ধির পর সোনার দাম আরও বাড়বে কিনা সেই ব্যাপারে নিশ্চিত নন বিনিয়োগকারীরা। খুচরো বাজারে মুদ্রাস্ফীতি যথেষ্ট প্রভাবিত করেছে গ্রামীণ এলাকার মানুষের সঞ্চয়কে। 2015 সালের শেষের দিকে গোল্ড বন্ড(Gold Bond) এবং গোল্ড মনিটাইজেশন স্কিম চালু করেছিল সরকার। সোনার প্রকৃত ক্রয় কমানো এবং আমদানি কমানর উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেয় সরকার।
গোল্ড মনিটাইজেশন স্কিমের লক্ষ্য হল পরিবার, ট্রাস্ট এবং অন্যান্যদের কাছে থাকা সোনা অপসারণের মাধ্যমে দেশীয় সরবরাহ বৃদ্ধি করা। এই দুটি পরিকল্পনাই করা হয়েছিল সোনার আমদানি কমানোর জন্য। অপরিশোধিত তেলের পাশাপাশি সোনার আমদানি ভারতের চলতি হিসাবের ঘাটতিতে ব্যাপক অবদান রাখে।
2024-25 অর্থবর্ষের জন্য এই দুটি প্রকল্প থেকে মোট 20,030 কোটি টাকার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। অন্তর্বর্তী বাজেটে এই পরিমাণ ছিল 31,168 কোটি টাকা। গত অর্থবর্ষে ছিল 28,240 কোটি টাকা। সোনায় যারা বিনিয়োগ করে, গোল্ড বন্ড(Gold Bond) স্কিম মূলত সেই সব বিনিয়োগকারীদের জন্যই।
Article By – আস্তিক ঘোষ






