শেয়ার বাজারে রকেট গতিতে এগিয়ে যাচ্ছে সোলার প্যানেল সম্পর্কিত একটি কোম্পানি। এই কোম্পানির নাম ইনসোলেশন এনার্জি লিমিটেড। এই কোম্পানির শেয়ার দুর্দান্ত রিটার্ন দিচ্ছে বিনিয়োগকারীদের। প্রায় তিন মাসের মধ্যেই বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণ করেছে এই স্টকটি। বর্তমানেও এই কোম্পানির শেয়ার (Stock) ক্রমাগত বাড়ছে। এখন এই কোম্পানির একটি শেয়ারের (Stock) দাম 3329 টাকা। আজ তা 5 শতাংশ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার পেশ করা বাজেটে সৌরশক্তির ওপর বেশি জোর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাই আগামী দিনে এই কোম্পানির শেয়ারের (Stock) দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইনসোলেশন এনার্জি লিমিটেড কোম্পানির শেয়ার প্রায় 3 মাসে বিনিয়োগ দ্বিগুণ এবং 6 মাসে তিনগুণ হয়েছে বলে জানা গিয়েছে। 12 এপ্রিল এই কোম্পানির একটি শেয়ারের দাম ছিল প্রায় 1676 টাকা। এখন ওই শেয়ারের দাম দাঁড়িয়েছে 3329 টাকায়। অর্থাৎ মাত্র তিন মাসে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ হয়েছে। 6 মাসের রিটার্নের কথা বললে এই সময়ে বাম্পার রিটার্ন দিয়েছে কোম্পানিটি। 6 মাসে রিটার্ন 50, 100 বা 200 নয়, একেবারে 208 শতাংশ হয়েছে। অর্থাৎ মাত্র 6 মাসে বিনিয়োগের পরিমাণ তিনগুণ বৃদ্ধি করেছে ইনসোলেশন এনার্জি লিমিটেড কোম্পানি। অর্থাৎ আপনি যদি 6 মাস আগে কোম্পানিতে 1 লাখ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আপনি 2 লাখ 8000 টাকা লাভ করতেন।
এই কোম্পানিটি এক বছরে বিপুল পরিমাণে লক্ষী লাভ করতে সহায়তা করেছে বিনিয়োগকারীদের। এই এক বছরে কোম্পানিটির শেয়ার 1760 শতাংশের বেশি রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। আপনি যদি এক বছর আগে এই কোম্পানির 1 লাখ টাকার শেয়ার কিনে থাকেন, তাহলে আপনার লাভ হত 17.60 লাখ টাকা। এই ক্ষেত্রে আপনার মোট বিনিয়োগের পরিমাণ হত 18.60 লক্ষ টাকা।
উল্লেখ্য, ইনসোলেশন এনার্জি লিমিটেড কোম্পানি সোলার প্যানেল এবং এর মডিউল তৈরি করে। 2016 সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির জয়পুরে একটি 200 মেগাওয়াট SPV মডিউল উৎপাদন ইউনিট রয়েছে। এছাড়াও, কোম্পানিটি সীসা অ্যাসিড ব্যাটারি তৈরি করে। এই কোম্পানিটির মার্কেট ক্যাপ প্রায় 7 হাজার কোটি টাকা।
Article By – আস্তিক ঘোষ






