buzywithinfoBuzy With Info
Everything About Business

ব্যবসায়িক খবর

NSE

BSE-এর পথ অনুসরণ করতে চলেছে NSE! টিক সাইজ কত স্থির করল স্টক এক্সচেঞ্জ? বিনিয়োগকারীদের উপর কতটা প্রভাব পড়বে তা জেনে নিন।

টিক সাইজ হলো পরপর দুটি ক্রয় এবং বিক্রয় মূল্যের নূন্যতম মূল্যবৃদ্ধির পরিমাণ। যার ফলে ভালো দাম পাওয়া যায়। গত বছর ভারতের প্রাচীনতম বোম্বে স্টক এক্সচেঞ্জ বা BSE ১০০ টাকার থেকে কম মূল্যের শেয়ারগুলির লেনদেনের ক্ষেত্রে টিক সাইজ ৫ পয়সা থেকে কমিয়ে ১ পয়সা করেছিল। সম্প্রতি বিশেষজ্ঞ মহলের তরফ থেকে জানা যাচ্ছে NSE (National Stock Exchange) ও এই বছরের চলতি মাসে টিক সাইজ পরিবর্তন করবে। আর সীদ্ধান্তের পেছনে থাকা কারণ জানলে আপনিও অবাক হবেন। তবে জেনে রাখা ভালো যে টিক সাইজ পরিবর্তনে বিনিয়োগকারীদের উপর প্রভাব পড়বে। 

2

NSE আর্থিক তারল্য বা ফিনান্সিয়্যাল লিক্যুইডিটি বৃদ্ধির সাথে মূল্য নির্ধারণ ও নতুন ট্রেডিং উৎসাহিত করার জন্য টিক সাইজ পরিবর্তিত করেছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, ফিউচার স্টকের ক্ষেত্রে একই টিক সাইজ থাকবে। যা জুলাই মাসের ৮ তারিখ থেকে নগদ মার্কেট সিকিউরিটিজের জন্য প্রযোজ্য হবে। বিশেষজ্ঞরা অনুমান করছেন ন্যাশনাল স্টক একসচেঞ্জের টিক সাইজ কম করার ফলে বিনিয়োগকারীদের উপর প্রত্যক্ষ এবং পরক্ষো উভয় ভাবে প্রভাব পড়বে। যা স্বল্প মূল্যের স্টক থেকে কম টিক সাইজের আরও গ্রাফ বৃদ্ধি করার নতুন পথ দেখাতে পারে। 

শেয়ার বাজার একটি অনিশ্চিত বিনিয়োগ বিকল্প। এক্ষেত্রে বিনিয়োগ করার পর সম্পূর্ন ভাবে ছেড়ে দিলে চলে না। আবার সব সময় বিশেষজ্ঞদের রিসার্চ অনুযায়ী ফলাফল নাও হতে পারে। তাই হবে এটি দেশের সব থেকে বেশি ঝুঁকি যুক্ত বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে। ঠিক একই কারণে অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পান। আর এমন বিনিয়োগকারীদের জন্য রয়েছে Central Government schemes। এছাড়া যে সকল বিনিয়োগকারীরা স্বল্প বিনিয়োগে বিপুল অর্থের রিটার্নের আশায় রয়েছে তারা Central Government schemes এ বিনিয়োগ করতে পারেন। সকল সরকারি স্কিমে বিনিয়োগ করার জন্য কোনো প্রকার বাজার বিষয়ক জ্ঞান প্রয়োজন পড়ে না এবং এক সময় বিপুল অর্থের প্রয়োজনও দরকার পড়ে না। কারণ মাসিক নূন্যতম ৫০০ টাকা দিয়ে SIP এর মাধ্যমে আপনারা বিনিয়োগ শুরু করার সুবিধা পেয়ে থাকেন। এছাড়া প্রত্যেক প্রয়োজন এবং অসুবিধার উপর ভিত্তি করে ভারত সরকার ভিন্ন ভিন্ন স্কিম চালু করেছে। আর সেই সমস্ত Central Government schemes -এর মধ্যে আপনার জন্যে কোন স্কিমটি সঠিক, স্কিমগুলি কী কী সুবিধা প্রদান করছে এবং কত দিন বিনিয়োগ করা উচিত হবে? [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।

NSE

[আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছান।]

সরকারি প্রকল্পের কোর্স

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading