buzywithinfoBuzy With Info
Everything About Business

ব্যবসায়িক খবর

STCK

মোদি – নির্মলা ফেরার পরে কোন PSU স্টকে আশ্বাস রাখবে আম আদমি? কি বলছে বিশেষজ্ঞ মহল?

তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী রুপে শপথ গ্রহনের পর নিজ সরকার গঠন করেছেন নরেন্দ্র মোদীআর নিজ নতুন মন্ত্রীসভায় ফের অর্থমন্ত্রীর পদে নিযুক্ত করেছেন নির্মলা সীতারামনকে। অর্থাৎ দ্বিতীয়বারের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী হয়েছেন তিনি। এর কারণে দেশবাসীর ধারণা আগামী পাঁচ বছরেও দেশের অর্থনৈতিক নীতির এবং ব্যবসায়িক নীতির ধারাবাহিকতা বজায় থাকবে। এছাড়া বোঝা যাচ্ছে যে, কেন্দ্রীয় সরকার আগের মতোই PSU (Public Sector Undertakings) কোম্পানিগুলির উপর বিশেষ নজর রাখবে। যে কারণে আগামী পাঁচ বছরে দেশীয় বিনিয়োগকারীরা PSU স্টক বিনিয়োগ পোর্টফোলিওতে যোগ করবেন লগ্নিকারীরা? আর যাদের পোর্টফোলিওতে PSU স্টক রয়েছে তাদের অবশ্যই হোল্ড করে রাখার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞ মহল। 

2

তৃতীয়বার ক্ষমতায় আসার পর ২০ হাজার কোটি টাকার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রধানমন্ত্রী কিষাণ নিধির ১৭ তম কিস্তি প্রকাশের অনুমোদন দিয়েছে। আবার অন্যদিকে নতুনমন্ত্রী সভায় নির্মলা সিতারামনের বহাল থাকা মানে PSU কোম্পানিগুলির সম্প্রসারণ বহাল থাকা। এছাড়া গত পাঁচ বছরে ব্যাঙ্কের সঙ্গে পাল্লা দিয়ে অর্থনৈতিক দিকগুলি সক্ষম করতে সক্ষম হয়েছে সংস্থা গুলি। আগামী পাঁচ বছরেও তেমন ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। তাই বিনিয়োগকারীদের রেলওয়ে, ব্যাংকিং, জ্বালানি, বিদ্যুৎ এবং পরিকাঠামো খাতের PSU স্টকে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন PSU – এর যে স্টক গুলিতে নজর রাখা প্রয়োজন–

  • IRCTC (Indian Railway Catering and Tourism Corporation)
  • পাওয়ার ও এনার্জি সেগমেন্টের কোল ইন্ডিয়া লিমিটেড। 
  • রেলওয়ে বিভাগের RVNL (Rail Vikas Nigam Limited) এবং IRFC (Indian Railway Finance Corporation)। 
  • এছাড়া ব্যাংকিং বিভাগের PSU স্টকের ক্ষেত্রে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, কানারা ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদার বিনিয়োগ করতে পারেন। বিশেষজ্ঞরা PNB- তে বেশি জোর দিচ্ছেন। 
PSU

[আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছান।]

সরকারি প্রকল্পের কোর্স

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading