buzywithinfoBuzy With Info
Everything About Business

ব্যবসায়িক খবর

stckffig 1

বাজেট পেশের পরের দিনেও রেডজোনে শেয়ার বাজার! দুই প্রধান সূচক কত স্তরে ট্রেডিং শুরু করেছে?

গতকাল (২৩জুলাই, ২০২৪) বাজেট পেশ হওয়ার পর বিরাট পতন লক্ষ্য করা গেছিল দেশীয় শেয়ার বাজারে। অবশ্য বেশকিছু সেক্টরের শেয়ারে বৃদ্ধি হয়েছে বলেও জানা যায়। তবে বিশেষজ্ঞ মহল আশা করেছিল বাজেট পেশের পরের দিন শেয়ার (Stock) বাজারের অস্থিরতা শিথীল হতে পারে। কিন্তু তেমনটা দেখা গেলো না প্রাক – মার্কেটে। টানা তৃতীয় দিনেও শেয়ার (Stock) বাজারে পতন অব্যাহত। যা দেখে জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেস-এর চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমার বলেছেন, যেহেতু কর ব্যবস্থায় পরিবর্তনের কারণে বিনিয়োগকারীরা ভয় পেয়েছেন, তাই ভারতীয় শেয়ার বাজারে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। 

8 2

দেশীয় দুই প্রধান সূচকে পতন অব্যাহত থাকায় চিন্তা দেখা দিচ্ছে প্রফেশনাল বিনিয়োগকারীদের মধ্যেও। আজ অর্থাৎ বুধবার (২৪জুলাই) সকাল ৯;৩০ মিনিটে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স (BSE Sensex) প্রায় ১১০.১৪ পয়েন্ট কমে ৮০,৩১৯ পয়েন্টে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি (NSE Nifty) প্রায় ৩৯.৩৫ পয়েন্ট কমে ২৪,৪৩৯.৭০ পয়েন্টে নেমে ট্রেডিং শুরু করেছে। পাশাপাশি নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০- প্রায় ১.০২% বৃদ্ধি পেয়েছে। যা দেশে অন্যান্য বিশেষজ্ঞদের মতো ভি কে বিজয় কুমার বলেছেন, যেহেতু বাজেটে উল্লেখ করা হয়েছে STCG(Short term capital gains)এবং LTCG(Long term capital gains)- এর ট্যাক্সের বৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের এই মুহুর্তে এমন স্টকে (Stock) বিনিয়োগকরা উচিত যা উচ্চ রিটার্ণ দিতে পারবে। 

দেশীয় শেয়ার বাজারের প্রধান দুই সূচকে পতনের কারণে সকালে টাটা কনজিউমার প্রোডাক্টস, বাজাজ ফিনান্স, ডাবর ইন্ডিয়া গোদরেজ কনজিউমার প্রোডাক্ট, সুন্দরম ফিনান্স, ফোনেক্স মিলস, টরেন্ট ফার্মাসিউটিক্যালস, ওয়ার্লপুল অফ ইন্ডিয়া, ম্যারিকে এবং ইন্দাস টাওয়ারসের স্টকে বড় ক্ষতি লক্ষ্য করা যায়। আবার অণ্যদিকে অস্থিরতার সর্তেও সকালের সেশনে শোভা, ICICI প্রডেন সিয়াল লাইফ ইন্সুরেন্স, কল্যান জুয়েলার্স ইন্ডিয়া, আলোক ইন্ডাস্টিজ, অবন্তী ফিডড, KNR কনস্ট্রাকশন, HBL পাওয়ার সিস্টেমস, শোভা এবং MMTC- এর স্টকে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে। 

New in article ads By Sir 1

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading