দেশের বিনিয়োগ বাজারে আসতে চলেছে নতুন দুটি Mutual fund। দেশীয় দুই জনপ্রিয় ও শীর্ষস্থানীয় ফান্ড হাউস SBI (State Bank of India) এবং জিরোদা সম্প্রতি এই বিষয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)- এর কাছে ড্রাফ্ট ডকুমেন্ট জমা করেছে। এই ড্রাফ্ট জমা করা হয়েছে একটি ইক্যুইটি অ্যান্ড গোল্ড ফান্ড অফ ফান্ড এবং কোয়ান্ট ফান্ড লঞ্চ করার জন্য। অবশ্য এই দুই ফান্ডে কবে থেকে ফান্ড গুলির নিউ ফান্ড অফারের সুবিধা পাওয়া যেতে চলেছে বা এই দুই ফান্ডের লঞ্চের তারিখের বিষয় জানা যায়নি। কিন্তু ওয়াকিবহাল মহলের এক অংশ দাবি করেছে যে খুব শীঘ্রই এই দুটি ফান্ড দেশের বিনিযোগ বাজারে লঞ্চ হতে পারে।

চলুন তবে আসন্ন দুটি মিউচ্যুয়াল ফান্ড সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্যগুলি জেনে নেওয়া যাক:-
- জিরোধা ইক্যুইটি অ্যান্ড গোল্ড ফান্ড অফ ফান্ড: এই ফান্ডটি একটি ওপেন অ্যান্ডেড ফান্ড অ্যান্ড ফান্ড স্কিম হতে চলেছে। যা ইক্যুইটি ETF বা ইন্ডেক্স ফান্ডন্ডগুলি ছাড়াও গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড গুলির ইউনিটে বিনিয়োগ করবে। আর ফান্ডটির বিনিয়োগের মূল উদ্দেশ্য হবে অ্যাসেট ক্লাসে বৈচিত্রের মাঝে আরোও একটি ফান্ডের সাথে বিনিয়োগকারীদের পরিচয় করানো এবং ঝুঁকি ও রিওয়ার্ডের মাধ্যমে সামঞ্জস্যপূর্ণ রিটার্ন জেনারেট করা। লঞ্চ হতে চলা জিরোধার এই মিউচ্যুয়াল ফান্ডের স্কিমটি ৭০% নিফটি-২০০ TRI এবং ৩০% ফিজিক্যাল গোল্ডের। অভ্যন্তরীন মূল্যের বিপরীতে বেঞ্চমার্ক করা হবে। এছাড়া স্কিমটির ৯০-৯৫% সম্পদ ইক্যুইটি ETF এবং গোল্ড ETF ইউনিটে বিনিয়োগ করা হবে। আর মিউচ্যুয়াল ফান্ডটির ম্যানেজমেন্টের দায়িত্বে থাকতে চলেছেন কেদারনাথ মিরাজকার।
- SBI কোয়ান্ট ফান্ড:- SBI- এর নতুন ফান্ডটি একটি ওপেন এন্ডেড ইক্যুইটি স্কিম হতে চলেছে। যা বিনিয়োগের জন্য কোয়ান্ট ভিত্তিক থিম অনুসরণ করবে এবং স্কিমটির বিনিয়োগের প্রধান উদ্দেশ্য থাকবে কোয়ান্ট মডেল থিমের উপর ভিত্তি করে ইক্যুইটি এবং ইক্যুইটি সম্পর্কিত ইন্সট্রুমেন্টগুলিতে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদের মূলধন সংগ্রহ করা। SBI কোয়ান্ট ফান্ডের নূন্যতম অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট ৫ হাজার টাকা হতে চলেছে। আর এই ফান্ডটির পরিচালনার দায়িত্বে থাকছেন সুকন্যা ঘোষ এবং প্রদীপ কেশবনে।

শেয়ার বাজারের মতো মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রেও ঝুঁকি লক্ষ্য করা যায়। এমন অবস্থায় স্থির রিটার্ন না পাওয়ার প্রবণতা থাকে বেশি। অবশ্য বর্তমানে স্থির রিটার্ন পেতে আর ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিট নয়, বিনিয়োগ করুন Central Government schemes এ। বিনিয়োগ করার ক্ষেত্রে যেমন কোনো প্রকার ঝুঁকির সম্মুখীন হতে হয় না। তেমন প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। এই যেমন ধরুন: কিষাণদের জন্যে, অবসর গ্রহণের পরের জীবনের জন্যে, মহিলাদের জন্যে, শিশু কন্যা সন্তানদের জন্য, কারিগরদের জন্যে, চাকুরিরত মানুষদের জন্য ইত্যাদি উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে Central Government schemes। আপনার জন্যে কোন স্কিমটি সঠিক এবং স্কিম গুলি কী কী সুবিধা দিচ্ছে [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।
(আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত কেবল তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছে দেওয়ার।)
সরকারি প্রকল্পের কোর্স
Article By – সুনন্দা সেন



