শেয়ার বাজারের বিষয় ইনফ্লুয়েন্সারদের সংখ্যা সময়ের সাথে বৃদ্ধি পাচ্ছে। কারা কোন শেয়ার কিনবেন, কেমন পারফর্ম করবে, শেয়ার বিষয়ে টিপস সহ নানা ধরনের পরামর্শ দিয়ে থাকেন। বহু সময় ধরে এদের বিরুদ্ধে SEBI– এর কাছে অভিযোগ পড়তে থাকায় এবার পদক্ষেপ নিতে রাজি হয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থাটি। SEBI সম্প্রতি অনিবন্ধীকৃত বা unregistered ইনফ্লুয়েন্সারদের নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে কড়া পদক্ষেপ নিতে চলেছে।
সাংবাদিক সম্মেলণে SEBI- র চেয়ারপার্সন মাধবী পুরী বাক (Madhabi Puri Bach) এই বিষয়ে বলতে গিয়ে জানান, যারা SEBI- এর সাথে যুক্ত নন তাদের উপর সরাসরি পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। তবে রেগুলেশনের আওতায় যে সকল সংস্থা রয়েছেন তারা যদি শেয়ার বাজার সংক্রান্ত কোন পরামর্শ আনরেজিস্টার্ড সংস্থা বা ব্যক্তি সাথে শেয়ার করে তাহলে সেটি আইন বিরুদ্ধ হিসাবে ধরা হবে। যার জন্য রেগুলেটেড অ্যাডভাইসাররা তাদের লাইসেন্স হারিয়ে ফেলতে পারেন। তিনি জানান রেগুলেটেড অ্যাডভাইসার এবং আনরেজিস্টার্ড NTT- এর মধ্যে ফারাক থাকা দরকার বিনিয়োগকারীদের স্বার্থে।
সরকারি প্রকল্পের কোর্স
মাধবী পুরী বাক আরও বলেছেন, সাধারণ মানুষ ইনফ্লুয়েন্সরদের কথা শুনে ঋণ নিয়ে অপশন ও ফিউচার্স ট্রেডিংয়ে টাকা ঢালছেন। তা না হলে অনেক বিনিয়োগকারী সঞ্চয়ের বিরাট অংশ ভুলের জন্য শেয়ার বাজারে হারিয়ে ফেলছেন। তিনি জানান, বিনিয়োগকারীরা অনেক ক্ষতি করে ফেলেছেন। তবে আগামীতে তাদের কোনও আর্থিক ক্ষতির সম্মুখীন না হতে হয়, তাই SEBI ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্সারদের নিয়ন্ত্রণে আনার সীদ্বান্ত নিয়েছে।

তাছাড়া SEBI- র প্রকাশিত তথ্য অনুযায়ী, অপশন এবং ফিউচার্স ট্রেডিং সংক্রান্ত ক্ষেত্রে খুচরা বিনিয়োগকারীদের যোগদান বাড়ছে। কিন্তু প্রতি ১০ জনের মধ্যে ৯জন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে দেখা যাচ্ছে ডেরিভেটি সেগমেন্টের টার্নওভার বর্তমানে ৫০০ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা ২০১৮ সালে ২১০ লক্ষ কোটি টাকা ছিল। আর মার্কেটে খুচরা বিনিয়োগকারী বা রিটেলারদের যোগদান ২% থেকে ৪১% হয়েছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]
Article By – সুনন্দা সেন





