3 কোটি টাকার নীচের ফিক্সড ডিপোজিটের সুদের হার সংশোধন করল RBL ব্যাঙ্ক। সংশোধিত ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার কার্যকর হয় 29 জুলাই, 2024 থেকে। শুধু ফিক্সড ডিপোজিট নয়, ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের সুদের হারেও পরিবর্তন এনেছে। গত 1 জুলাই, 2024 থেকে এই ওয়েট কার্যকর হয়ে গিয়েছে।
500 দিনের মধ্যে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ 8.10 শতাংশ সুদের হার দিচ্ছে RBL ব্যাঙ্ক। একই ফিক্সড ডিপোজিটের মেয়াদে, সিনিয়র সিটিজেনরা 0.50 শতাংশ অতিরিক্ত সুদ পাবেন। অর্থাৎ, 8.60 শতাংশ উপার্জন করবেন সিনিয়র সিটিজেনরা। অন্যদিকে, সুপার সিনিয়র সিটিজেনরা (80 বছর বা তার বেশি) 0.75 শতাংশ অর্থাৎ 8.85 শতাংশ অতিরিক্ত সুদের হার পাবেন।
ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে পরিবর্তিত সুদের হার
7 দিন থেকে 14 দিন : 3.50 শতাংশ
15 দিন থেকে 45 দিন : 4.00 শতাংশ
46 দিন থেকে 90 দিন : 4.50 শতাংশ
91 দিন থেকে 180 দিন : 4.75 শতাংশ
181 দিন থেকে 240 দিন : 5.50 শতাংশ
241 দিন থেকে 364 দিন : 6.05 শতাংশ
365 দিন থেকে 452 দিন (12) মাস থেকে 15 মাসের কম) : 7.50 শতাংশ
453 দিন থেকে 499 দিন (15 মাস থেকে 16 মাস 14 দিন) : 7.80 শতাংশ
500 দিন : 8.10 শতাংশ
501 দিন থেকে 545 দিন (16 মাস 16 দিন থেকে 18 মাসের কম) : 7.80 শতাংশ
546 দিন থেকে 24 মাস (18 মাস থেকে 24 মাস) : 8.00 শতাংশ
24 মাস 1 দিন থেকে 36 মাস : 7.50 শতাংশ
36 মাস 1 দিন থেকে 60 মাস 1 দিন : 7.10 শতাংশ
60 মাস 2 দিন থেকে 120 মাস : 7,00 শতাংশ
ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিট (60 মাস) : 7.10 শতাংশ
Article By – আস্তিক ঘোষ






