ভারতের শীর্ষ সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI তার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা যুক্ত সেভিংস প্লাস অ্যাকাউন্ট চালু করেছে। যার মাধ্যমে পাবেন মাল্টি অপশন ডিপোজিটের সুবিধা। যদিও অ্যাকাউন্ট ডিপোজিটের ক্ষেত্রে ব্যাংক নুন্যতম সীমা উল্লেখ করেছে, কিন্তু ঊর্ধতর সীমা নির্ধারিত করা নেই। আর তুলনামূলক ভাবে বেশি রিটার্ণ পাওয়া যায় SBI সেভিংস প্লাস অ্যাকাউন্টে। এবার বিষয়টি হল কারা SBI- এর এই অ্যাকাউন্ট খুলতে পারবেন? –
- যে সকল গ্রাহকের KYC সম্পূর্ণ হয়ে গেছে বা KYC- এর নথি রয়েছে।
- যে সকল গ্রাহকের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI ব্যাংকে সিঙ্গেল বা জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে। তারা আবেদন করতে পারবেন।
এছাড়া ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে সেভিংস প্লাস অ্যাকাউন্টের মাধ্যমে নূন্যতম ৩৫,০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন। অবশ্য সর্বোচ্চ সীমা এখনও ধার্য করা হয়নি। আর গ্রাহকরা সাধারণ সেভিংস অ্যাকাউন্টের ২.৩০%- এর জায়গায় FD- এর সুদের হার পেতে পারেন। টাকা রাখার সময় সীমা ১-৫ বছর। সাথে গ্রাহকরা পান সেভিংস প্লাস স্কিমে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধাও। সেভিংস প্লাস অ্যাকাউন্টের মাধ্যমে মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং –এর সুবিধা উপভোগ করার সুযোগ পান গ্রাহকরা।
Article By – সুনন্দা সেন






