আজ অর্থাৎ ৭জুন, শুক্রবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি বৈঠক আয়োজন করা হয়েছিল। যেখানে RBI– এর পক্ষ থেকে চলতি অর্থবছরের প্রত্যেক ত্রৈমাসিকে আর্থিক প্রবৃদ্ধির হার কেমন থাকবে সে বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া বৈঠকে রেপো রেট সম্পর্কিত সীদ্ধান্তও জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক। লোকসভা ভোটের পর বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই দাবি করেছিলেন এবারে রেপো রেট কমবে, তবে বাস্তবে তা হয়নি। সাথে জানা গেছে দেশের অর্থনীতির গ্রাফ ঊর্ধ্বমুখী এবং GDP বৃদ্ধি পাবে।
রেপো রেটের উপর বাড়ি – গাড়ি লোনে কেনার পর EMI- এর অনেকটাই নির্ভর করে। কারণ RBI যে সুদের হারে বিভিন্ন ব্যাংককে ঋণ দিয়ে থাকে তাকে রেপোরেট বলে। সাধারণ মানুষ তাই সর্বদা আশা করে রেপো রেট জেনো কম থাকে। অবশ্য বর্তমানে রিজার্ভ ব্যাংক রেপো রেট না কমালেও বাড়াওনি। কারণ তা ৬.৫০%- এ স্থির রয়েছে। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয ব্যাংকের গভর্নর। ওয়াকিবহাল মহল মনে করছে যে, যেহেতু রেপো রেট স্থির রয়েছে তাই EMI কমার সম্ভাবনাও শূন্যতে নেমে এসেছে।
চলতি বছরের তীব্র গরমে মরশুমি ফসলের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলেই ধারণা করছে RBI। তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়ে তীব্র গরম আর ফসলের ক্ষতি মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ সরকারের কাছে গম মজুত রয়েছে। সাথে RBI- এর গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, মুদ্রাস্ফীতির হার ৪%- এ নামিয়ে আনার চেষ্টা চলছে। কারণ দেশের আর্থিক পরিস্থিতি স্থীতিশীল রয়েছেল একই সাথে বৈঠকের শেষে জানানো হয়েছে ২০২৪-২৫ অর্থবছরে ভারতের GDP বৃদ্ধি পেয়ে ৭.২%- তে পৌঁছাতে পারে।

এমন অবস্থায় ভবিষ্যতের জন্য বিনিয়োগ আরও মনোযোগ সহকারে করা উচিত। তবে বিনিয়োগের কথা উঠতেই জানিয়ে রাখা ভালো যে ব্যাংক FD (Fixed Deposit) বাদেও বিনিয়োগের জন্য রয়েছে বহু বিনিয়োগ বিকল্প। তবে সেগুলির মধ্যে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড একটি অনিশ্চিত বিনিয়োগ বিকল্প। এছাড়া বিনিয়োগ করার পর সম্পূর্ন ভাবে ভুলে গেলে চলে না। আবার সব সময় বিশেষজ্ঞদের রিসার্চ অনুযায়ী ফলাফল নাও হতে পারে। তাই এই দুই বিনিয়োগ বিকল্প দেশের সব থেকে বড় ঝুঁকি যুক্ত বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে। ঠিক একই কারণে অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পান। আর এমন বিনিয়োগকারীদের জন্য রয়েছে Central Government schemes। আর এই সকল সরকারি স্কিমে বিনিয়োগ করার জন্য কোনো প্রকার বাজার বিষয়ক জ্ঞান প্রয়োজন পড়ে না। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। আর সেই সমস্ত Central Government schemes -এর মধ্যে আপনার জন্যে কোন স্কিমটি সঠিক, স্কিমগুলি কী কী সুবিধা প্রদান করছে এবং কত দিন বিনিয়োগ করা উচিত হবে? [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।
সরকারি প্রকল্পের কোর্স
Article By – সুনন্দা সেন




