কুয়েতে কর্মরত ভারতীয়দের উপার্জনের পরিমাণ লজ্জায় ফেলে দেবে কোটিপতিদেরও। অদক্ষ শ্রমিকদের যা উপার্জন তা রীতিমত চোখে পড়ার মতো। Kuwait-এর মোট জনসংখ্যার 21 শতাংশ হলো ভারতীয়। সেদেশে 30 শতাংশ কাজ করে থাকে ভারতীয়রাই। কুয়েতের অর্থনীতির উন্নয়নে ভারতীয়দের অবদান রয়েছে। একই সময়ে, India-র অর্থনীতির বৃদ্ধিতেও কুয়েত খুবই উপযোগী। কুয়েতে কর্মরত ভারতীয়রা সেখান থেকে প্রচুর অর্থ রেমিটেন্স আকারে ভারতে পাঠান।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কুয়েতে অদক্ষ শ্রমিকদের মাসিক বেতন 100 কুয়েতি দিনার (KD)। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় 27,262 টাকা। যেখানে নাপিত, ডেলিভারি বয় ও সিকিউরিটি গার্ড ইত্যাদির মতো কম দক্ষরা 100 থেকে 170 KD অর্থাৎ প্রায় 46,350 টাকা পান। টেকনিক্যাল ও মেকানিক্যালদের মতো দক্ষ শ্রমিকরা পান 120 থেকে 200 KD অর্থাৎ প্রায় 60 হাজার টাকা।
সরকারি প্রকল্পের কোর্স
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সেখানে ভারতীয় শ্রমিকরা বেশ খারাপ অবস্থায় কাজ করে। তার প্রমাণ, 12 জুন কুয়েতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, আর তাতে 50 জন ভারতীয় নাগরিকের মৃত্যু। দক্ষিণ কুয়েতের যে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে 160 জনেরও বেশি শ্রমিক বাস করতেন। সেদিকে নজর রয়েছে ভারত সরকারের।

উল্লেখ্য, প্রতি বছর প্রচুর সংখ্যক ভারতীয়রা কাজের খোঁজে কুয়েতে যান। প্রায় 10 লাখ ভারতীয় কুয়েতে বাস করেন। কুয়েতের হাসপাতাল থেকে শুরু করে তৈলখনি ও কারখানায় কর্মরত বেশিরভাগ মানুষই ভারতীয়। কুয়েতের তেল কূপে বিপুল সংখ্যক ভারতীয় কাজ করেন। ভারতীয় শ্রমিকরাও এখানে ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রিতে কাজ করেন। কুয়েতের অর্থনীতিতে ভারতীয়দের নিঃসন্দেহে একটি বড় ভূমিকা রয়েছে।
Article By – আস্তিক ঘোষ




