প্ল্যাটফর্ম টিকিট থেকে শুরু করে রেল পরিষেবাগুলি হতে চলেছে আরও সস্তা। কারণ রেলের বেশ কিছু পরিষেবাগুলির ওপর আর ধার্য করা হবে না GST। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই অনুমোদনের পর GST প্রযোজ্য হবে না রেলের প্ল্যাটফর্ম টিকিটে। 22 জুন দিল্লিতে GST কাউন্সিলের 53তম বৈঠকের আয়োজন করা হয়। জিএসটি কাউন্সিলের এই বৈঠকে নেওয়া হয়েছে বেশ কিছু বড় সিদ্ধান্ত।
Indian Railways দ্বারা সরাসরি জনসাধারণের জন্য প্রদত্ত বিভিন্ন পরিষেবায় আর GST ধার্য করা হবে না৷ এই পরিষেবাগুলির মধ্যে রয়েছে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি, রিটায়ারিং রুম, ওয়েটিং রুম, ক্লোকরুম সুবিধা এবং রেলওয়ে প্রাঙ্গনে ব্যাটারি চালিত গাড়ি পরিষেবা প্রভৃতি। আগামী 20 অক্টোবর, 2024 থেকে কার্যকর হবে এই নিয়ম। অদূর ভবিষ্যতে সস্তা হতে পারে প্ল্যাটফর্ম টিকিট এবং রেল পরিষেবা যেমন রিটায়ারিং রুম, ওয়েটিং রুম, ক্লোকরুম সুবিধা এবং ব্যাটারি চালিত গাড়ি পরিষেবাগুলি।
সরকারি প্রকল্পের কোর্স
নির্মলা সিতারামন জানান, Indian Railways-র পক্ষ থেকে সাধারণ যাত্রীদের যে পরিষেবাগুলি দেওয়া হয়, এবার থেকে সেই সব পরিষেবা জিএসটির আওতার বাইরে থাকবে। GST কাউন্সিলের প্রস্তাব মতো, GST ছাড় দেওয়া হয়েছে রেলের বেশ কিছু পরিষেবায়। প্ল্যাটফর্ম টিকিট, ওয়েটিং রুম, রিটায়ারিং রুম, ব্যাটারিচালিত গাড়ি পরিষেবা রয়েছে সেই তালিকায়। এই প্রস্তাব গৃহীত হলে রেল যাত্রীরা দারুন সুবিধা পাবেন বলে মনে করছেন সকলেই।

রাজ্যের চিফ পাবলিক রিলেশন অফিসার বিনীত অভিষেক এই প্রসঙ্গে বলেন, “এই পদক্ষেপটি Indian Railways ইকোসিস্টেমের মধ্যে লাখ লাখ যাত্রী এবং স্টেকহোল্ডারদের ইতিবাচকভাবে প্রভাবিত করবে বলে আশা করা হচ্ছে। তাতে খরচ কমবে এবং বোর্ড জুড়ে পরিষেবা অ্যাক্সেসযোগ্যতাকে আরোও উন্নত করবে“।
Article By – আস্তিক ঘোষ





