Investment-র ক্ষেত্রে 80C ধারা বেশ জনপ্রিয়, আয়কর বিভাগের এই ধারার অধীনে করদাতারা এবং বিনিয়োগকারীরা ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুযোগ পান। আসলে প্রতি অর্থবছরে আয়কর দাতাদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কর হিসাবে সরকারকে দিতে হয়। তবে একজন করদাতা 80C- এর অধীনে একটি অর্থবছরের বিভিন্ন বিনিয়োগের উপর কর ছাড়ের সুবিধা পায়।
অবশ্য যেকোনো Investment-র ক্ষেত্রেই ভারতীয় আয়কর দাতারা 80C এর অধীনে কর ছাড়ের সুবিধা পান না। এর জন্য নির্দিষ্ট বেশ কিছু স্কিমে বিনিয়োগ করতে হয়। দেখে নিন সেই স্কিমগুলি কি কি। –
- বেসরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের এমপ্লোয়িজ প্রভিডেন্ট ফান্ড বা EPF এর মাধ্যমে আর্থ সঞ্চয় করার সুবিধা প্রদান করা হয়। এই আর্থিক সঞ্চয় প্রকল্পে 80C ধারায় আয়কর ছাড়ের সুবিধা পান গ্রাহক।
- কয়েকটি স্বল্প সঞ্চয় প্রকল্প যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF ও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC এ বিনিয়োগ করলে আয়কর বিভাগের 80C ধারা আইনের অধীনে কর ছাড়ের সুবিধা পাওয়া যায়।
- পোস্ট অফিসে ৫ বছরের জন্য করা ফিক্সড ডিপোজিট স্কিমে গ্রাহকরা 80C ধারায় আয়কর ছাড়ের সুবিধা পান।
- ইক্যুইটি লিংক্ট সেভিংস ফান্ড বা ELSS Fund -এর ক্ষেত্রেও এই কর ছাড়ের সুবিধা পাওয়া যায়।
বিনিয়োগের ক্ষেত্রে আয়কর ছাড়ের সুবিধা পেতে বহু বিনিয়োগকারী উপরে উল্লেখিত স্কিম গুলিতে বিনিয়োগ করার প্রচেষ্টায় থাকে। তবে এই স্কিম গুলির মধ্যে আবার বিনিয়োগের ক্ষেত্রে 80C ছাড়ের সুবিধা পাওয়ার ক্ষেত্রে আর্থিক সীমা নির্ধারণ করা রয়েছে। যেমন PPF স্কিমে বিনিয়োগ করতে চাইলে গ্রাহক একটি অর্থবর্ষে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। আবার ELSS মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে কোন সীমা নির্ধারণ করা নেই। এক্ষেত্রে বিনিয়োগকারী নিজের ইচ্ছা মত আর্থিক বিনিয়োগ করতে পারেন এবং আয়কর ছাড় পান।
Article By – সুনন্দা সেন






