Article By – আস্তিক ঘোষ

ফ্লেক্সি ভাড়া, তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল থেকে বিপুল আয় ভারতীয় রেলের। রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সাংসদ জন ব্রিটাস এ প্রসঙ্গে একটি প্রশ্ন করেছিলেন। ব্রিটাস গত পাঁচ বছরে (3 মার্চ, 2024 পর্যন্ত) এবং 2024-25 এর প্রথম ত্রৈমাসিকে ফ্লেক্সি ভাড়া, তৎকাল, প্রিমিয়াম তৎকাল এবং টিকিট বাতিল থেকে রেলওয়ের আয় সম্পর্কে তথ্য চান। তারই পরিপ্রেক্ষিতে জবাব দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
রেলমন্ত্রী জানিয়েছেন, 2018-19 থেকে 2022-23 অর্থবর্ষ পর্যন্ত রেলওয়ের মোট আয়ের প্রায় 5 শতাংশ এসেছে ফ্লেক্সি ভাড়া, তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল টিকিট থেকে৷ ব্রিটাস আরও জানতে চান, বার্থ না পাওয়ায় যদি রেলওয়ে নিজেই টিকিট বাতিল করে, তবে যে ব্যক্তি একটি অনিশ্চিত টিকিট বুক করেছেন তিনি কি পুরো অর্থ ফেরত পাবেন? এই প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, 2018-19 থেকে 2022-23 পর্যন্ত ফ্লেক্সি ভাড়া, তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল থেকে রেলওয়ের মোট আয় যাত্রী পরিষেবা থেকে মোট আয়ের প্রায় 5 শতাংশ। এ ছাড়া টিকিট বাতিলের ক্ষেত্রে যাত্রীদের জমা করা পরিমাণ আলাদাভাবে রাখা হয় না। “ওয়েটিং লিস্টে টিকিটের ক্ষেত্রে, প্রযোজ্য ক্লার্কেজ চার্জ ব্যতীত সম্পূর্ণ ফেরত দেওয়া হয়”।
এছাড়াও সংসদে বলা হয়, সরকারী জিইএম পোর্টাল থেকে 30 জুলাই পর্যন্ত পণ্য ও পরিষেবার পাবলিক ক্রয় 9.82 লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। 2016 সালের 9 আগস্ট সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক এবং বিভাগের পক্ষ থেকে অনলাইনে পণ্য ও পরিষেবা সংগ্রহের জন্য চালু করা হয়েছিল গভর্নমেন্ট ই-মার্কেট (GeM) পোর্টালটি। এই প্রসঙ্গে, রাজ্যসভায় একটি লিখিত উত্তরে বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ জানান, জিইএম 2016-17 সালে 422 কোটি টাকার ক্রয় নিয়ে যাত্রা শুরু করেছিল। গত অর্থবর্ষে তা ৪ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। জিইএম-এর সূচনা থেকে 30 জুলাই, 2024 এর মধ্যে পণ্য ও পরিষেবার জন্য ক্রমবর্ধমান মোট লেনদেন মূল্য 9.82 লক্ষ কোটি টাকার বেশি।





