তৃতীয়বার ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রী মন্ডল এই প্রথমবার পূর্ণাঙ্গ বাজেট (Budget) পেশ করতে চলেছে। আগামী ২৩জুলাই, ২০২৪ তারিখে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশের আগে বিভিন্ন মহল প্রত্যাশা করছেন।
এছাড়া বিশেষজ্ঞ মহলে এক বিরাট অংশ জানিয়েছেন, এই বাজেটে কেন্দ্র সরকারের আগামী পাঁচ বছরের পরিকল্পনার ইঙ্গিত দেবে। যে কারণে বাজেটের সময় এগিয়ে আসতে প্রত্যাশা বৃদ্ধির সাথে আমজনতার মধ্যেও উত্তেজনা দেখতে পাওয়া যাচ্ছে। বাজার বিশেষজ্ঞ এবং ব্রোকারেজ সংস্থাগুলির মতে আসন্ন বাজেটের প্রভাব শেয়ার বাজারেও পড়বে। আর তিনটি খাতে বিশেষ সুবিধা দেখতে পাওয়া যাবে।
সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে আসন্ন বাজেটে কেন্দ্রীয় সরকার ও অর্থমন্ত্রক হাউজিং ফিনান্স, কনজিউমার গুডস, পরিকাঠামো, আবসন সহ গ্রামীণ খাতে বিশেষ গুরুত্ব দিতে পারে। যে কারণে শেয়ার (Stock) বাজরেও এই খাতের কোম্পানির শেয়ারে (Stock) ক্রয় প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যে কারণে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখতে পাওয়াও যাচ্ছে। অন্য দিকে আবার বেশকিছু খাত চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। তবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন খাত বিশেষ সুবিধা পেতে চলেছে –
- আবাসন: আসন্ন বাজেটে সরকার সাশ্রয়ী মূল্যের আবাসনের জন্য বরাদ্দ বৃদ্ধি করতে পারে বলে আশা করা যাচ্ছে। এই পদক্ষেপের জন্য যদি একটি ইন্টারেস্ট সাবসিডি স্কিম আনা হয়, তখন আবাস ফিনান্সিয়ার্সে এবং হোম ফার্স্ট ফিনান্সের মত সংস্থাগুলির জন্য তা ইতিবাচক হবে।
- গ্রামীণ অর্থনীতির সঙ্গে জড়িত সেক্টর: এ বিষয় নিশ্চিত যে সরকার ২৩জুলাই, ২০২৪- এর বাজেটে গুরুত্ব পাবে। পাশাপাশি গ্রামীণ প্রকল্পগুলিতে আরও ফান্ড বরাদ্দ আসার সুযোগ রয়েছে। যে কারণে এই খাতের বিশেষ সুবিধা বিনিয়োগকারীরাও পেতে পারেন।
3. উৎপাদন খাত: উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সরকার কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে রয়েছে ভারত সরকার। এমন অবস্থায় বাজেটে উৎপাদন খাত বিশেষ জায়গা করে নেবে বলেই প্রত্যাশা করছে বিশেষজ্ঞ মহল। একই ভাবে শেয়ার বাজারের ক্ষেত্রেও উৎপাদন খাতে বাজেটে নেওয়া পদক্ষেপ ইতিবাচক প্রভাব ফেলবে।
Article By – সুনন্দা সেন






