২৩ জুলাই ভারত সরকার তার বার্ষিক বাজেটে (Budget) ডেরিভেটিভস ট্রেড এবং ইক্যুইটি বিনিয়োগ থেকে মূলধন লাভের উপর কর বৃদ্ধির ঘোষণার পর থেকে বিদেশী বিনিয়োগকারীরা ভারতীয় ইক্যুইটি বিক্রি করতে শুরু করেছে। তবে চলতি বছরে এই প্রথম নয় ফেব্রুয়ারি মাস থেকে বিদেশী বিনিয়োগকারীরা ভারতীয় ইক্যুইটি বিক্রি শুরু করেছেন। যা বিরাট আকার ধারণ করে লোকসভা নির্বাচনের সময়। অবশ্য ৪জুনের পরে ধিরে ধিরে ভারতীয় শেয়ার বাজার ও বন্ড মার্কেটে বিনিয়োগ শুরু করে বিদেশি বিনিয়োগকারীরা। চলতি বছরের এই পর্যন্ত তারা ৫.১ বিলিয়ন ডলার মাত্র বিনিয়োগ করেছেন।
Budget ঘোষণার পরই কেন বিমুখ বিদেশি বিনিয়োগকারীরা?
জানা যাচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা বাজেটের উপর ভরসা রেখে। বাজেট (Budget) পেশের আগের ছয়টি সেশনে ২.২০ বিলিয়ন ডলার মূল্যের ইক্যুটি কিনেছিলেন। আর বাজেট (Budget) পেশ হওয়ার পর মাত্র দু দিনে ১ বিলিয়ন ডলারের ইক্যুটি বিক্রি সম্পন্ন হয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা NSE- এর প্রভেশনাল তথ্য বলছে, বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা (Foreign Portfolio investors) বা FPIs গত মঙ্গল ও বুধবার (২৩জুলাই ও ২৪জুলাই) ৯৬৮ মিলিয়ন ডলার মূল্যের শেয়ার বিক্রি করেছেন।
বিষয়টি নিয়ে অ্যাক্সিস মিউচ্যুয়াল ফান্ডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার আশিস গুপ্তা বলেছেন, দীর্ঘমেয়াদী লাভ মাঝারি হলেও মূলধন লাভ কর (Capital Gain Tax)- এর বৃদ্ধি স্পষ্ঠতই নেতিবাচক। এছাড়া ১২.৫% দীর্ঘমেয়াদী মূলধন লাভ করের হার আরও বাড়তে পারে কিনা নিয়ে যে অনিশ্চয়তা তৈরী হয়েছে। তা শেয়ার বাজারে চাপ সৃষ্টি করছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]
Article By – সুনন্দা সেন






