লোকসভা ভোটে আশানুরুপ ফল না হলেও টানা তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন Narendra Modi। বিজেপির অনুমান অনুযায়ী ভোটের ফলাফল না হওয়ায় শেয়ার বাজারে পতন দেখা গেলেও মোদীর প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব বিনিয়োগকারীদের আশ্বস্থ করার পাশাপাশি দেখা গিয়েছে শেয়ার বাজারে উত্থান। যা সময়ের সাথে বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করছেন বাজার বিশেষজ্ঞরা। যার ফলে লাভবান হচ্ছেন বিনিয়োগকারীরা। সাথে কম দামে অনেকেই নিজের পছন্দের স্টক কিনেছেন। এমনকি আশ্চর্য রকম ভাবে দারুণ লাভবান হয়েছেন বিরোধী দল নেতা Rahul Gandhi। শেয়ার বাজারের উত্থান হিসেবে মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টিকে চিহ্নিত করেছেন বাজার বিশেষজ্ঞরা। অর্থাৎ বলাই যায় নরেন্দ্র মোদির জয়ে মুনাফা হয়েছে রাহুল গান্ধীর।

আসলে রাহুল গান্ধীর পোর্টফোলিওতে এমন কিছু স্টক রয়েছে যা ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। যে কারণে তাঁর পোর্টফোলিওর মূল্য শেষ তিন দিনে ৩.৫% বৃদ্ধি পেয়েছে। জানা যাচ্ছে যে কংগ্রেস নেতার স্টক পোর্টফোলিওতে এশিয়ান পেইন্টস, নেসলে ইন্ডিয়া, TCS, হিন্দুস্থান লিডার, ইনফোসিস, পিডিলাইট ইন্ডাস্ট্রিজ, LTI মাইন্ডট্রি ইত্যাদি সংস্থার স্টক রয়েছে। আর এই বিষয়টি জানা গেছে ভোটের আগে জমা দেওয়া মনোনয়ন পত্রের মাধ্যমে।
৩ জুনে রাহুল গান্ধীর পোর্টফোলিওর মূল্য ৩.৪৫ লক্ষ টাকা ছাড়িয়ে যায়। অবশ্য ৪ জুন মার্কেট ক্রেসের কারণে ৪.০৮ লক্ষ টাকা হারিয়ে ফেলেন। অবশ্য NDA এবং বিজেপির জয় নিশ্চিত হওয়ার পর থেকে বাজারে উত্থান দেখতে পাওয়া যায়। পরে ৫ জুন তাঁর পোর্টফোলিওর মূল্য দাঁড়ায় ১৩.৯ লক্ষ টাকা। জানা যাচ্ছে যে শেষ ৭ দিনে রাহুল গান্ধীর শেয়ার বাজার থেকে ১৫ লক্ষ টাকার মুনাফা হয়েছে।

শেয়ার বাজার একটি অনিশ্চিত বিনিয়োগ বিকল্প। এক্ষেত্রে বিনিয়োগ করার পর সম্পূর্ন ভাবে ছেড়ে দিলে চলে না। আবার সব সময় বিশেষজ্ঞদের রিসার্চ অনুযায়ী ফলাফল নাও হতে পারে। তাই হবে এটি দেশের সব থেকে বড় ঝুঁকি যুক্ত বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে। ঠিক একই কারণে অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পান। আর এমন ঝুঁকি না নিয়ে যে সকল বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে Central Government schemes। আর এই সকল সরকারি স্কিমে বিনিয়োগ করার জন্য কোনো প্রকার বাজার বিষয়ক জ্ঞান প্রয়োজন পড়ে না। এছাড়া দেশের প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। আর সেই সমস্ত Central Government schemes -এর মধ্যে আপনার জন্যে কোন স্কিমটি সঠিক, স্কিমগুলি কী কী সুবিধা প্রদান করছে এবং কত দিন বিনিয়োগ করা উচিত হবে? [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।
[আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছান।]
সরকারি প্রকল্পের কোর্স
Article By – সুনন্দা সেন



