ফিক্সড ডিপোজিটের (FD) সুদের হারে পরিবর্তন করল জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এখন 7 দিন থেকে 10 বছরের ফিক্সড ডিপোজিটের (FD) জন্য 3.00 শতাংশ থেকে 8.75 শতাংশ সুদের হার অফার করছে। ব্যাঙ্ক এখন সিনিয়র সিটিজেনদের সর্বোচ্চ 8.75 শতাংশ ও সাধারণ গ্রহকদের সর্বোচ্চ 8.25 শতাংশ সুদের হার অফার করছে।
জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (FD) রেট:
ব্যাঙ্ক 7 দিন থেকে 14 দিনের ফিক্সড ডিপোজিটের উপর 3.00 শতাংশ সুদের হার অফার করছে।
15 দিন থেকে 60 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর 4.25 শতাংশ সুদের হার দেওয়া হবে।
61 দিন থেকে 90 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর 5.00 শতাংশ সুদের হার দেওয়া হবে।
91 দিন থেকে 180 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর 6.50 শতাংশ সুদের হার দেওয়া হবে।
181 দিন থেকে 364 দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর 8.00 শতাংশ সুদের হার পাওয়া যাবে।
1 বছরের ফিক্সড ডিপোজিটের উপর 8.25 শতাংশ সুদের হার পাওয়া যাবে।
1 বছর থেকে 2 বছরের ফিক্সড ডিপোজিটের উপর 8.25 শতাংশ সুদের হার দেওয়া হবে।
2 বছর থেকে 3 বছরের ফিক্সড ডিপোজিটের উপর 8.25 শতাংশ সুদের হার দেওয়া হবে।
3 বছর থেকে 5 বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর 7.25 শতাংশ সুদের হার দেওয়া হবে।
5 বছরের ফিক্সড ডিপোজিটের উপর 7.25 শতাংশ সুদের হার পাওয়া যাবে।
5 বছর থেকে 10 বছরের ফিক্সড ডিপোজিটের উপর 6.50 শতাংশ সুদের হার দেওয়া হবে।
Article By – আস্তিক ঘোষ






