গত বছরের জুনের তুলনায় জিএসটি থেকে এবার 8 শতাংশ বেশি আয় করল কেন্দ্রীয় সরকার। এই পরিসংখ্যান চলতি বছরের জুন মাসের। গত বছরের জুন মাসে, GST থেকে 1.61 লাখ কোটি টাকা সংগ্রহ করেছিল সরকার। এবছর জুন মাসে পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি থেকে 1.74 লাখ কোটি টাকা আয় করেছে ভারত সরকার।
জিএসটি থেকে সর্বাধিক রাজস্ব পায় সরকার। শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য জনসেবা উন্নত করতে ব্যবহার করা যেতে পারে এই অর্থ। জিএসটির পরিমাণ বাড়লে আর্থিক ঘাটতি কমবে সরকারের। জিএসটি সংগ্রহের পিছনে অনেকগুলি কারণও রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য অর্থনৈতিক সংস্কার, ই-কমার্স বৃদ্ধি এবং কর ফাঁকি। দিনে দিনে ভারতের অর্থনীতি আরও শক্তিশালী হয়ে উঠছে।
সরকারি প্রকল্পের কোর্স
ফলস্বরূপ খরচ এবং বিনিয়োগ দুই’ই বেড়েছে। ই-কমার্সের দ্রুত বৃদ্ধির ফলে অনলাইন লেনদেন বেড়েছে। এর জেরে জিএসটি সংগ্রহও বাড়ছে। কর ফাঁকি বন্ধ করতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করায় জিএসটি সংগ্রহও বৃদ্ধি পাচ্ছে। তবে কিছু পণ্য ও পরিষেবার ক্ষেত্রে জিএসটি হার কমিয়েছে সরকার। এর ফলে বিক্রির পরিমাণও বেড়েছে এবং ভালো জিএসটি সংগ্রহও হচ্ছে।

জুন মাসে ইন্টিগ্রেটেড জিএসটি (আইজিএসটি) নিষ্পত্তিতে কেন্দ্রীয় জিএসটি (সিজিএসটি) বরাদ্দ করা হয়েছে 39,586 কোটি টাকা এবং রাজ্য জিএসটি (এসজিএসটি) তে বরাদ্দ করা হয়েছে 33,548 কোটি টাকা। কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর (CGST): IGST থেকে 39,586 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য পণ্য ও পরিষেবা কর (SGST): IGST থেকে 33,548 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
Article By – আস্তিক ঘোষ





